বিষয়বস্তুতে চলুন

পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপসংহার 事 > S > বুক কেঁপে ওঠে, বলেন,—“যে বেঁটা আলগা হয়ে আসে ফুলটি তাকে ছেড়ে যায়।” মেয়েটি বলে, “তোমাকে ছেড়ে আমি এক পলক বাচি নে ৷” আচাৰ্য্য তার মাথায় মুখে হাত বুলিয়ে বলেন, “যে গান আজ আমার কণ্ঠ ছেড়ে গেল, সেই গান তোরই মধ্যে রূপ নিয়েচে । তুই যদি ছেড়ে যাস তা হলে অামার চিরজন্মের সাধনাকে আমি হারাব ।” ミ ফাগুন পূর্ণিমায় আচার্য্যের প্রধান শিষ্য কুমারসেন গুরুর পায়ে একটি আমের মঞ্জরী রেখে প্রণাম করলে। বললে, “মাধবীর হৃদয় পেয়েচি এখন প্রভুর যদি সম্মতি পাই তা হলে দুজনে মিলে আপনার চরণ সেবা করি।” আচার্য্যের চোখ দিয়ে জল পড়তে লাগল। বললে, “আন দেখি আমার তমুর। আর তোমরা দুইজনে রাজার মত রাণীর মত আমার সামনে এসে বস ” তক্ষুরা নিয়ে আচাৰ্য্য গান গাইতে বসলেন । জুলহ লহীর গান সাহানার সুরে । বললেন, “আজ আমার জীবনের শেষ গাম-গাৰ ।”