পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

প্রথম চিঠি

 বধূর সঙ্গে তার প্রথম মিলন, আর তার পরেই সে এই প্রথম এসেচে প্রবাসে।

 চলে’ যখন আসে তখন বধূর লুকিয়ে কান্নাটি ঘরের আয়নার মধ্যে দিয়ে চকিতে ওর চোখে পড়ল। মন বল্‌লে, “ফিরি, দুটো কথা বলে’ আসি।” কিন্তু সেটুকু সময় ছিল না।

 সে দূরে আসবে বলে’ একজনের দুটি চোখ বয়ে জল পড়ে, তাঁর জীবনে এমন সে আর কখনো দেখে নি।

 পথে চলবার সময় তার কাছে পড়ন্ত রোদ্দুরে এই পৃথিবী প্রেমের ব্যথায় ভরা হয়ে দেখা দিল। সেই অসীম ব্যথার ভাণ্ডারে তার মত একটি মানুষেরও নিমন্ত্রণ আছে এই কথা মনে করে’ বিস্ময়ে তার বুক ভরে’ উঠ্‌ল।