পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম চিঠি 〉○〉 যেখানে সে কাজ করতে এসেচে সে পাহাড় । সেখানে দেবদারুর ছায়া বেয়ে বাকী পথ নীরব মিনতির মত পাহাড়কে জড়িয়ে ধরে, আর ছোট ছোট ঝরণা কা’কে যেন আড়ালে আড়ালে খুজে বেড়ায়, লুকিয়ে চুরিয়ে। আয়নার মধ্যে যে ছবিটি দেখে এসেছিল আজ প্রকৃতির মধ্যে প্রবাসী সেই ছবিরই আভাস দেখে, নববধূর গোপন ব্যাকুলতার ছবি। আজ দেশ থেকে তার স্ত্রীর প্রথম চিঠি এল । লিখেচে, “তুমি কবে ফিরে আসবে ? এসো, এসো, শীঘ্র এসো। তোমার দুটি পায়ে পড়ি।” । এই আসা-যাওয়ার সংসারে তারও চলে’ যাওয়া আর তারও ফিরে আসার যে এত দাম ছিল একথা কে জানত ? সেই छूर्छि আতুর চোখের চাউনির সামনে সে নিজেকে দাড় করিয়ে দেখলে, আর তার মন বিস্ময়ে ভরে উঠল। ভোর বেলায় উঠে’ চিঠিখানি নিয়ে দেবদারুর ছায়ায় সেই বাক পথে সে বেড়াতে বেরল। চিঠির পরশ তার হাতে লাগে, আর কানে যেন সে শুনতে