এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পরীর পরিচয় রাজপুত্রের বয়স কুড়ি পার হয়ে যায়, দেশ বিদেশ থেকে বিবাহের সম্বন্ধ আসে । ঘটক বললে, “বাহলীক রাজের মেয়ে রূপসী বটে, যেন শাদা গোলাপের পুষ্পবৃষ্টি।” রাজপুত্র মুখ ফিরিয়ে থাকে, জবাব করে না। দূত এসে বললে, “গান্ধাররাজের মেয়ের অঙ্গে অঙ্গে লাবণ্য ফেটে পড়চে, যেন দ্রাক্ষালতায় আঙুরের গুচ্ছ ।” রাজপুত্র শিকারের ছলে বনে চলে যায়। দিন যায়, সপ্তাহ যায়, ফিরে আসে না । দূত এসে বললে, “কাম্বোজের রাজকন্যাকে দেখে এলেম ; ভোর বেলাকার দিগন্ত-রেখাটির মত বাক৷ চোখের পল্লব, শিশিরে স্নিগ্ধ, আলোতে উজ্জল ।