পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পরীর পরিচয়
১৪৯

 রাজপুত্র বললে, “আমি যে তোমার পরীর মূর্ত্তি দেখ্‌তে চাই।”

 পরীর মূর্ত্তি! আবার সেই হাসি, হাসির উপর হাসি। রাজপুত্র ভাব্‌লে, “এর হাসির সুর এই ঝরনার সুরের সঙ্গে মেলে, এ আমার এই ঝরনার পরী।”

 রাজার কানে খবর গেল, রাজপুত্রের সঙ্গে পরীর বিয়ে হয়েচে। রাজবাড়ি থেকে ঘোড়া এল, হাতী এল, চতুর্দ্দলা এল।

 কাজরী জিজ্ঞাসা করলে, “এ-সব কেন?”

 রাজপুত্র বল্‌লে, “তোমাকে রাজবাড়িতে যেতে হবে।”

 তখন তার চোখ ছলছলিয়ে এল। মনে পড়ে’ গেল, তার ঘড়া পড়ে’ আছে সেই জলের ধারে, মনে পড়ে’ গেল তার ঘরের আঙিনায় শুকোবার জন্যে ঘাসের বীজ মেলে দিয়ে এসেছে; মনে পড়ল তার বাপ আর ভাই শিকারে চলে’ গিয়েছিল, তাদের ফেরবার সময় হয়েচে; আর মনে পড়ল তার বিয়েতে একদিন যৌতুক দেবে বলে’ তার মা