পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগমনী X আয়োজন চলেইচে । তার মাঝে একটুও ফঁাক পাওয়া যায় না যে, ভেবে দেখি, কিসের আয়োজন । তবুও কাজের ভিড়ের মধ্যে মনকে এক-একবার ঠেলা দিয়ে জিজ্ঞাসা করি, “কেউ আসবে বুঝি ?” মন বলে, “রোসো ! আমাকে জায়গা দখল করতে হবে, জিনিষপত্র জোগাতে হবে, ঘর-বাড়ী গড়তে হবে, এখন আমাকে বাজে প্রশ্ন জিজ্ঞাসা কোরো না ।” চুপচাপ করে আবার খাটুতে বসি। ভাবি, জায়গা দখল সারা হবে, জিনিষপত্র-সংগ্রহ শেষ হবে, ঘরবাড়ী গড় বাকী থাকবে না, তখন শেষ জবাব মিলবে।