পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮍ ᏄᏠᏱ লিপিক৷ আপনার শৌর্য্যকে আর বিশ্বাস করে না কেবল বস্তুর উপরেই তার ভরসা। বস্তু নিয়ে মারামারি কাটাকাটি পড়ে গেছে। স্বর্গের টান যে ছিন্ন হয়েচে তাই আত্মা বস্তু ভেদ করে আলোকের দিকে উঠতে পারচে না । * বৃহস্পতি । এখন উদ্ধারের উপায় কি ? ইন্দ্র। পৃথিবীর সঙ্গে স্বর্গের আবার যোগ সাধন করতে হবে । বৃহস্পতি। কিন্তু দেবতার যে-পথ দিয়ে পৃথিবীতে যেতেন, অনেক দিন হ’ল সে পথের চিহ্ন লোপ হয়ে গেছে। আমি মনে করেছিলুম, ভালোই হয়েচে ; ভেবেছিলুম এইবার প্রমাণ হয়ে যাবে স্বৰ্গ নিরপেক্ষ, নিরবলম্ব, আপনাতেই আপনি সম্পূর্ণ। - ইন্দ্র । একদিন সকলেরই সেই বিশ্বাস ছিল কিন্তু এখন বোঝা যাচ্চে পৃথিবীর প্রেমেই স্বর্গ বাচে নইলে স্বর্গ শুকিয়ে যায়। অমৃতের অভিমানে সেই কথা ভুলেছিলুম বলেই পৃথিবীতে দেবতার যাবার পথচিহ্ন লোপ পেয়েছিল । কাৰ্ত্তিকেয় । দৈত্যদের পরাভবের পর থেকে আমরা আটঘাট বেঁধে স্বৰ্গকে সুরক্ষিত করে তুলেছি। তার পর থেকে স্বর্গের ঐশ্বৰ্য্য স্বর্গের মধ্যেই জমে’ আসচে, বাহিরে তার আর প্রয়োগ নেই, তার আর