পাতা:লেখন-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

গোঁয়ার কেবল গায়ের জোরেই বাঁকাইয়া দেয় চাবি,
শেষকালে তার কুড়াল ধরিয়া করে মহা দাবাদাবি॥

The clumsiness of power spoils the key
and uses the pickaxe.

জন্ম মোদের রাতের আঁধার
রহস্য হ’তে
দিনের আলোর সুমহত্তর
রহস্য স্রোতে॥

Birth is from the mystery of night
into the greater mystery of day.

আমার প্রাণের গানের পাখীর দল
তোমার কণ্ঠে বাসা খুঁজিবারে
হ’ল আজি চঞ্চল॥

Migratory songs from my heart are on wings
seeking their nests in love’s voice in thee.

নিমেষকালের খেয়ালের লীলাভরে
অনাদরে যাহা দান করো অকাতরে
শরৎ-রাতের খ’সে-পড়া তারা সম
উজ্জ্বলি উঠে প্রাণের আঁধারে মম॥