পাতা:লেখন-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সূর্য্যাস্তের রঙে রাঙা ধরা যেন পরিণত ফল,
আঁধার রজনী তারে ছিঁড়িতে বাড়ায় করতল॥

Flushed with the glow of sunset
earth seems like a ripe fruit
ready to be harvested by night.

প্রজাপতি পায় অবকাশ
ভালোবাসিবারে কমলেরে।
মধুকর সদা বারোমাস
মধু খুঁজে খুঁজে শুধু ফেরে॥

The butterfly has the leisure
to love the lotus,
not the bee busily storing honey.

মায়াজাল দিয়া কুয়াশা জড়ায়
প্রভাতেরে চারিধারে,
অন্ধ করিয়া বন্দী করে যে তারে॥

The mist weaves her net round the morning
captivates him and makes him blind.

শুকতারা মনে করে  শুধু একা মোর তরে
অরুণের আলো।
উষা বলে, “ভালো, সেই ভালো।”