পাতা:লেখন-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।


দিবসের অপরাধ সন্ধ্যা যদি ক্ষমা করে তবে
তাহে তার শান্তিলাভ হবে॥

Let the evening forgive the mistakes of the day
and thus win peace for herself.

আকর্ষণগুণে প্রেম এক ক’রে তোলে।
শক্তি শুধু বেঁধে রাখে শিকলে শিকলে॥

Love attracts and unites,
Power binds with chains.

মহাতরু বহে
বহুবরষের ভার।
যেন সে বিরাট
একমুহূর্ত্ত তার॥

The tree bears its thousand years
as one large majestic moment.

পথের প্রান্তে আমার তীর্থ নয়,
পথের দু’ধারে আছে মোর দেবালয়॥

My offerings are not for the temple
at the end of the road,
but for the wayside shrines
that surprise me at every bend.