পাতা:লেখন-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।


যাবার যা’ সে যাবেই, তারে
না দিলে খুলে দ্বার
ক্ষতির সাথে মিলায়ে বাধা
করিবে একাকার॥

Open thy door to that which must go,
for the loss becomes unseemly when
obstructed.

সাগরের কানে জোয়ার বেলায়
ধীরে কয় তটভূমি:
“তরঙ্গ তব যা বলিতে চায়
তাই লিখে দাও তুমি।”
সাগর ব্যাকুল ফেন-অক্ষরে
যতবার লেখে লেখা
চির-চঞ্চল অতৃপ্তিভরে
ততবার মোছে রেখা॥

The shore whispers to the sea:
Write to me what thy waves struggles
to say.”
The sea writes in foam again and again
and writes off the lines
in a boisterous despair.