পাতা:লেখমালানুক্রমণী (প্রথম খণ্ড, প্রথম ভাগ).djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 লেখমালানুক্ৰমণী । ইতিহাসন,—মথুরার নিকট কঙ্কালি টলা নামক স্থান খননকালে ডাক্তার ফুরার এই খোদিত লিপি আবিষ্কার করেন। বিবরণ-১। ভদত জয়সেনস্য আংতেবাসিনীয়ে ২ । ধামঘোষায়ে দানো পাসাদো (*) “ভদন্ত জয়সেনের শিষ্যা ধামঘোষার দত্ত প্ৰাসাদ” মন্তব্য-ধূসরবর্ণ প্রস্তর-নিৰ্ম্মিত তোরণের চৌকাঠের শেষাংশে এই খোদিত লিপিটি উৎকীর্ণ আছে। প্ৰস্তরখণ্ডের যে পৃষ্ঠে খোদিত লিপিটি উৎকীর্ণ আছে, তাহার বিপরীত দিকে একটি ক্ষুদ্র মন্দির ও তন্মধ্যে একটি বেদী খোদিত আছে। ইহা এক্ষণে লক্ষ্মেীর চিত্রশালায় রক্ষিত আছে। ইহার অক্ষর খৃষ্টপূর্ব প্ৰথম শতাব্দীর অক্ষর । ৩৫। কঙ্কালি টিলার আয়াগপন্টের খোদিত লিপি । পুনেৰ্বাল্লেখ্য,-১৮৯২ বুলার, এ-ই, ২য় সংখ্যা, ২০০ পৃঃ, ৫ নং ওমুফ ; ১৯০১ বুলার স্মিথ, আ-স-রি, নবপর্য্যা, ২.০ সংখ্যা, ১৯ পৃঃ, ও মুফ ১২। ইতিহাসন,-মথুরার নিকট কঙ্কালি টলা নামক স্থান খননকালে ডাক্তার ফুরার এই খোদিত লিপি আবিষ্কার করেন। বিবরণ,-১। নমো অরহত্যানিং ফাগুযশস ২ । নতকস ভয়ায়ে শিবযশা . . . f. 1. . . . . . • • • কায়ে ৪ । আয়াগপটো কারিতে * ৫ । অরহত পূজায়ে (৷ ×) “অৰ্হৎদিগকে নমস্কার। ফন্তুযশা নামক নৰ্ত্তকের পত্নী শিবযশা (কর্তৃক ) 8 *Y 3 R H 48 অৰ্হৎগণের পূজার নিমিত্ত আয়াগপট্ট স্থাপিত হইল।” মত্ত কেল,-রক্তবর্ণ প্ৰস্তৱ-নিৰ্ম্মিত আয়াগপট্টের নিয়ে এই “খোদিত লিপিটি উৎকীর্ণ আছে। প্রকৃত পক্ষে ইহাতে দুইটি পংক্তি আছে। ডাক্তার বুলার কর্তৃক প্ৰকাশিত প্ৰতিলিপি দেখিলে বোধ হইবে যে, ইহাতে দুইটি পংক্তি আছে, কিন্তু অর্থ কবিতে হইলে ইহাকে পাঁচ পংক্তিতে লিখিত বলিয়া স্বীকার করিতে の26き?/の6.メク /っ/1っ.