পাতা:লেখমালানুক্রমণী (প্রথম খণ্ড, প্রথম ভাগ).djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RV লেখমালানুক্ৰমণী । সত্যভামার রোষের বৃত্তান্ত র্তাহাকে অবগত করাইলেন। নৈগমেসী কৃষ্ণের হন্তে একটি মালা দিয়া কহিলেন যে, এই মালা ধারণ করিয়া স্বামিসহবাস করিলে সত্যভামার উদ্দেশ্য সিদ্ধ হইবে।”-ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের পুথি, cनगिनाथ-5बिड, न९ २४० ॥ এই চিত্রে বোধ হয়, চতুৰ্বিংশতিতম তীর্থঙ্কর মহাবীর বদ্ধমানের জন্মকাহিনী চিত্রিত হইয়াছে। কল্পসুত্রে দেখা যায়, ইন্দ্র যখন অবগত হইলেন যে, মহাবীর ব্ৰাহ্মণী দেবানন্দার গর্ভে আশ্রয় গ্ৰহণ করিয়াছেন, তখন তিনি ভাবিলেন যে, কোন অহঁতের নীচ ব্ৰাহ্মণ-বংশে জন্ম গ্ৰহণ করা উচিত নহে, বরং উচ্চ রাজন্য ( ক্ষত্রিয় ) ৰংশে জন্ম গ্ৰহণ করা উচিত এবং কৰ্ম্মফলে যদি কোন অৰ্হৎ ব্ৰাহ্মণীর গর্ভে আশ্রয় গ্ৰহণ করিয়া থাকেন, তাহা হইলে ইন্দ্রের কৰ্ত্তব্য যে, তাহাকে নীচ জাতির গর্ভ হইতে উচ্চ জাতির গর্ভে স্থানান্তরিত করা। এই জন্য তিনি স্বৰ্গীয় পদাতিক সেনার অধ্যক্ষ হারিনেগমেসীকে আদেশ করিলেন যে, তুমি কুণ্ড গ্রামের ব্ৰাহ্মণ-পল্লীতে গমন করিয়া মহাবীরকে লইয়া ক্ষত্ৰিয়জাতীয়া জ্ঞাতৃবংশীয় ত্ৰিশলার গর্ভে স্থাপন কর। হরিনেগমেসী দেবানন্দার গর্ভ হইতে ভ্ৰাণ বাহির করিয়া পরিষ্কার করিলেন এবং ক্ষত্ৰিয়া-পল্লীতে গমন করিয়া ত্ৰিশিলার গর্ভে ভ্ৰাণ স্থাপন করিয়া ত্ৰিশলার ভ্ৰাণ দেবানন্দার গর্ভে স্থাপিত করিলেন । এই সময়ে মায়াবলে উভয় মহিলাই গাঢ় নিদ্রায় অভিভূত ছিলেন।-জৈন কল্পসূত্ৰ-Sacred Books of the East Vol. XXII p. 228 (1 tier, girl stuffrates. দিগের প্রতি গভীর বিদ্বেষের পরিচায়ক। ইহা এক্ষণে লক্ষ্মেীর চিত্রশালায় রক্ষিত আছে। ইহার অক্ষর খৃষ্টপূর্ব অথবা খৃষ্টীয় প্ৰথম শতাব্দীর অক্ষর । ৩৭। মথুরার জৈন মূৰ্ত্তির খোদিত লিপি। । পুনেৰ্বাল্লেখ-১৮৮৫ ভগবানলাল ইন্দ্ৰজি, প্রাচ্য-বিস্তাবিদগণের আন্তর্জাতিক সম্মিলনের ষষ্ঠ অধিবেশনের কাৰ্য্যবিবরণী ; লিডু (Actes du Sixieme Congres international des Orientalistes a Leide) este, ১৪২ ও মুফ ; ১৯০১ স্মিথ, আ-স-রি, নবপৰ্য্যা, ২০ খণ্ড, ৬১ পৃঃ, ও মুফ ১-৩; ১৯০৪ লুডার্স ই-এ, ৩৩ খণ্ড, ১৫২, পৃঃ, ৩০ নং ; ১৯০৪ লুড়ার্স,