পাতা:লেখমালানুক্রমণী (প্রথম খণ্ড, প্রথম ভাগ).djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ss লেখমালানুক্ৰমণী ৯। দেবস্ত বধু মোযিনিয়ে »० । बघू कूठंग्र कश्थछ ১১ । ধর্ম পাতিহ স্থিরয়ে ১২ । দিন সবদোভদ্রিক ১৩ । সর্ব-সত্বন হিত-সুখায়ে। “সিদ্ধ হউক, কোটিয়গণের উচ্ছানাগরি শাখার ব্ৰহ্মদাসিক কুলের শ্ৰীগৃহ সম্ভোগের আর্য্য জ্যেষ্ঠ হস্তির শিষ্য, তাহার শিষ্য আৰ্য্য মিহির, তাহার শিষ্য বাচক আৰ্য ক্ষৈরক, র্তাহার অনুরোধে বরণ হস্তি ও দেবীর কন্যা, জয়দেবের ও মোষিনির পুত্রবধু কুঠ কমুথের ধৰ্ম্মপন্ধী স্থিরার দান, সৰ্ব্বতোভদ্রিকা প্ৰতিমা সৰ্ব্বসত্তের হিত-সুখার্থ হউক।” - মন্তব্য-লাল পাথরের দিগম্বর চতুর্মুখ মূৰ্ত্তির পাদপীঠের চারি পাশে এই খোদিত লিপি আছে। চারিটি মূৰ্ত্তির মধ্যে একটি মূৰ্ত্তি ত্ৰয়োবিংশতি তীর্থঙ্কর পাশ্বনাথের, অপরগুলি ঠিক করিবার উপায় নাই। ইহা লক্ষ্মেীর চিত্রশালায় আছে। ইহার অক্ষর খৃষ্টীয় প্রথম বা দ্বিতীয় শতাব্দীর অক্ষর । ৬৬। কঙ্কালি টলার জৈন মূৰ্ত্তির খােদিত লিপি। পুনেৰ্বাল্লেখ,-১৮৭৭ রাজেন্দ্রলাল भिर्व, গ্রাউস, ই-এ, ৬ষ্ঠ খণ্ড, Be S LD LD DSDDDS LLLJ ODBS gBBSSSLe KS DD DDDS LLLLD বুলার, এ-ই, ১ম খণ্ড, ৩৮৩ পৃঃ ; ১৯:০৪, লুডাস, ই-এ, ৩৩ খণ্ড, ১৫৪ পৃঃ ৩৩ নং। ভোগেল, মথুরা চিত্রশালার তালিকা, ৬৯, পৃঃ। • ইতিহাস্টন,--মথুরার নিকট কঙ্কালিটিলা নামক স্থান খননকালে ডাক্তার ফুয়ার এই খোদিত লিপি আবিষ্কার করেন। বিবরণ,-সিদ্ধ (ং) ৷ বাচকস্য দত্তশিষ্যস্য সীহস্য নি (বর্তনা) “সিদ্ধ হউক। দত্তের শিষ্য বাচক সিংহের অনুরোধে• • • • • * মন্তব্য,-লাল পাথরের ছোট জিনমূৰ্ত্তির পাদপীঠে এই খোদিত লিপি। আছে। ইহা মথুরার চিত্রশালায় আছে। ইহার অক্ষর খৃষ্টীয় প্ৰথম শতাব্দীর অক্ষয় । ኅ