পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

একবিংশতি পরিচ্ছেদ।


সমুদ্র যাত্রা।

 যে জাহাজ সুরেশ চাকুরী লইয়া চলিলেন সেই জাহাজ অনেক সাহেব মেম যাইতেছিলেন। সাহেবদিগের মধ্যে কতক গুলি সওদাগর, কতকগুলি চাকুরে, মেমদিগের মধ্যে কেহ কেহ স্বামী সমভিব্যাহারে দেশে যাইতেছিলেন, কেহ কেহ বা স্বাস্থ্যের কেহ কেহ বা দেশ বেড়াইবার জন্য চলিয়াছেন।

 জাহাজের নাবিকদিগের মধ্যে অধিকাংশই ইংরেজ; জনকয়েক দেশী খালাসী আছে। সুরেশ কোনমতেই এই সকল লোকের সহিত মিশিতে পারেন না; যে সকল ইংরেজ নাবিক ছিল, সুরেশ প্রথম প্রথম তাহাদের সহিত মিশিতে পারিলেন না। তিনি আসিষ্টাণ্ট ষ্টুয়ার্ডের পদ পাইয়াছেন, ইহাতে তাহারা সন্তুষ্ট নহে, তবে তিনি কাপ্তেন সাহেবের প্রিয়পাত্র, কাপ্তেনের ভয়ে কেউ তাঁহার কোন অনিষ্ট করিতে সাহস পাইত না। কাহারও সহিত মিশিতে না পারি, কাহার সহিত কথা কহিতে না পাইয়া, বহুসংখ্যক লোক জাহাজে থাকা সত্ত্বেও