পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লণ্ডনে প্রথম রাত্রি।
১১৯

যে দিকে চাহেন সেই দিকেই চক্ষু থাকে, আর কোনদিকেই ফিরিতে চাহে না। তিনি একটী গ্যাসের স্তম্ভে ভর করিয়া দাঁড়াইয়া ব্যাকুলভাবে চাহিয়া আছেন, তাঁহার সঙ্গী পুনঃ পুনঃ তাঁহাকে আহ্বান করায়ও তিনি অগ্রসর হইতে পারিতেছেন না। তাঁহার সঙ্গী বোসেন সাহেব কয় দিন মাত্র স্থলে বাস করিবার অবসর পাইয়াছেন, তিনি এ কয়দিন আমোদ প্রমোদ করিতে ব্যাকুল, এরূপে একস্থানে দাঁড়াইয়া সময় নষ্ট করিতে তিনি সম্পূর্ণ অনিচ্ছুক। তিনি জেদাজিদি করিয়া সুরেশকে সঙ্গে লইয়া চলিলেন।

 বোসেন সাহেব সুরেশকে লণ্ডনের বিখ্যাত ইষ্ট এণ্ড পল্লীতে লইয়া গেলেন। লণ্ডন শহরের দরিদ্রগণের আবাস-স্থল ইষ্ট এণ্ড, ইহার ন্যায় অপরিষ্কার স্থান ভারতবর্ষেও নাই। লণ্ডনের যত বদমাইস প্রভৃতির ইহাই বাসস্থান ও আড্ডা। পদে পদে মদের দোকান! রাস্তায় মাতালের হুড়াহুড়ি; এখানে যেরূপ দরিদ্র দেখিতে পাওয়া যায় সেরূপ জগতে আর কুত্রাপি আছে কি না বলা যায় না। যেমন দারিদ্র্য প্রবল প্রতাপে এখানে রাজত্য করে, পাপও সেইরূপ সকল আকারে ঘোর প্রতাপে এখানে বিরাজিত। অনাহারে প্রপীড়িত বালক বালিকাগণ পথিপার্শ্বস্থ নর্দ্দামায় কুকুর শূকরের ন্যায় খেলা করিতেছে। অনাহারে ও অতি পরিশ্রমে কঙ্কালাবশিষ্টা কত শত স্ত্রীলোক হতাশের মেঘে আবরিত হইয়া শূন্য মনে মধ্যে মধ্যে ঘুরিতেছে। কার্য্যের অভাবে কার্য্যান্বেষী শ্রমজীবিগণ পথের পাশে মধ্যে মধ্যে দলবদ্ধ হইয়া কথোপ-