পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সুরেশ খবরের কাগজ বিক্রেতা।
১২৭

 বালক। বাঘ আর সাপের দেশ?

 সুরেশ। হ্যাঁ।—যে দেশ আর্য্যজাতির সভ্যতার আকর।

 বালক। তার কিছুই জানি না। সে ব্যাপার খানা কি?

 সুরেশ হাসিলেন। এতো সামান্য সম্বাদপত্র বিক্রেতা বালক। ইংলণ্ডের যাঁহারা শিক্ষিত, তাঁহারা পর্য্যন্ত ভারতের বিষয়ে এতই অজ্ঞ যে তাঁহাদের ভারতবর্ষ সম্বন্ধীয় পাণ্ডিত্য দেখিলে হাস্য সম্বরণ করিতে পারা যায় না। সুরেশ হাসিয়া বলিলেন, “যখন এ দেশের লোকে কাপড় পরিতে জনিত না, তখন আমাদের দেশ সভ্যতার উচ্চ আসনে অধিষ্ঠিত হইয়াছিল।’’

 বালক। আমি সে বিষয়ে ভাবনায় বড় ব্যস্ত নই। কি অভিপ্রায়ে তুমি এ দেশে?

 সুরেশ। আমি একটা চাকুরি লইয়া একখানা জাহাজে কলিকাতা হইতে লণ্ডনে আসিয়াছি। কিন্তু এখন এখানে আমার এমনই অবস্থা হইয়াছে যে পকেটে একটী পেনীও নাই যে একটুক্‌রা রুটী কিনিয়া খাই।

 বালক কিয়ৎক্ষণ সুরেশের দিকে চাহিয়া থাকিয়া বলিল, ‘‘কি কর্ব্বে স্থির করেছ?’’ বালক এমনই ভাবে সুরেশকে এই প্রশ্ন করিল, যে সুরেশ তাহাকে সকল কথা না বলিয়া থাকিতে পারিলেন না। তিনি তাঁহার অবস্থা সমস্তই তাহাকে খুলিয়া বলিলেন, সকল শুনিয়া বালক বলিল, ‘‘আলস্যে থাকিলে চলিবে না। এ দেশে নিজের অন্নের জন্য সকলেই পরিশ্রম করে ও সকলকেই নিতে হয়, অন্য উপায় নাই। কেহ কাহারও গলগ্রহ হয় না, হইতেও পার না। তুমিও কেন পরিশ্রম কর না?