পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৭৬
লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস।

প্রণয়পাত্রীর প্রেম চিন্তায় কালাতিবাহিত করিতেন। তাঁহার প্রেমপুত্তলি যদিও সশরীরে সেখানে ছিলেন না, কিন্তু তাঁহার মূর্ত্তি সুরেশের হৃদয়ে সর্ব্বদা জাগরুক ছিল। উহা প্রবাসে সঙ্গিনী, দুর্দ্দিনের সহচরী, অবসাদে সঞ্জীবনী ও জীবনের সুখচিন্তা হইয়াছিল। যে রত্ন লাভাশায় তিনি অশেষ অসুবিধা অন্তরায় উপেক্ষা করিয়া সৈনিকবৃত্তি অবলম্বন করেন, যে স্থানে জাতিবর্ণের বিষম ব্যবধান তাঁহাদের সুখসৌভাগ্যের বিশেষ অন্তরায় ছিল, মোহিনী প্রতিমায় স্নেহশীতল স্পর্শ ব্যতীত তথায় কিসে তাঁহাকে সঞ্জীবিত রাখে।

 কিছুকাল পরে তিনি সাণ্টাক্রুজ হইতে রায়ো-ডি-জেনেরোয় হাঁসপাতাল তত্ত্বাবধানে প্রেরিত হয়েন। এই স্থানে অবস্থানকালে তিনি প্রকৃতপক্ষে অন্ত্রবিদ্যা শিক্ষা করেন, তদ্ব্যতীত ইতঃপূর্ব্বেই পুস্তকাধ্যয়ন করতঃ চিকিৎসা বিদ্যায় পারদর্শী হইয়াছিলেন। ক্রমে তিনি অন্ত্র বিদ্যায় এরূপ সিদ্ধহস্ত হইলেন যে, বিনা দ্বিধায় ও নির্ভীক চিত্তে অধিকাংশ অন্ত্র চিকিৎসা সম্পাদন করিতেন। অধিকন্তু চিকিৎসা বিদ্যায় তাঁহার পূর্ব্ব হইতেই বিশেষ অনুরাগ ছিল, এক্ষণে তাহা সমধিক বর্দ্ধিত হইল। বস্তুতঃ এই সময়ে এতৎসম্বন্ধে তিনি তাঁহার পিতৃব্যকে ও অন্যান্য দেশীয় বন্ধু বান্ধবকে সানন্দে বহুসংখ্যক পত্র লিখিয়াছিলেন। প্রকৃতই এই চিকিৎসা শাস্ত্রের অনুশীলন যেন তাঁহাকে প্রণয় পাত্রীর সহিত ঘনিষ্ঠতর বন্ধনে আবদ্ধ করিতেছে বলিয়া তাঁহার মনে হইত,—চিকিৎসক কন্যার চিকিৎসা বিদ্যানুরাগ স্বতঃসিদ্ধ।

 সুরেশের তিন বৎসর সৈনিক পদে নিযুক্ত থাকিবার অঙ্গী-