পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৯৪
লেফটেন্যাণ্ট সুরেশ বিশ্বাস

বস্থায় হাঁসপাতালে লইয়া যায়। তথায় তিনি অষ্টাহকাল এতদাবস্থায় ছিলেন এবং স্থানীয় ডাক্তায়ও তাঁহাকে চিনিতে পারেন নাই। সংজ্ঞালাত করিয়া স্বস্থানে যাইবার ইচ্ছা প্রকাশ করিলে উহাকে যথাস্থানে লইয়া যাওয়া হইল। এদিকে কয়েক দিন অদৃশ্য হওয়াতে তাঁহার বন্ধুবর্গ মনে করিয়াছিল যে, হয়ত কোন দুর্ঘটনায় তিনি মৃত্যুমুখে পতিত হইয়াছেন, এবং অনেকে তাহার পত্নীকে শোক প্রশমনের সহানুভূতি পত্র লিখিয়াছিলেন। কয়েক দিবস পরে আবার যখন তিনি দেখা দিলেন, তখন আত্মীয় বন্ধু বান্ধব ও পরিবার মধ্যে আনন্দের আর সীমা রহিল না।