পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশিষ্ট।
২০১

ভার গ্রহণ করিয়াছি। এই সকল অশ্ব ও অন্যান্য পশুচারণ জন্য স্থানীয় বিস্তীর্ণ পার্ব্বত্য ভূমি রহিয়াছে। পিতৃব্য মহাশয়, আমি আপনাকে অতি আনন্দসহকারে এখন জানাইতেছি যে, আমি সৈনিকশ্রেণীর এক পদ উচ্চে উন্নীত হইয়াছি। আমি আর এক্ষণে সামান্য সৈন্য নহি,—আমি এক্ষণে কেবো-ডি-এঙ্কোরাড্র। ইহাকে ফরাসি ভাষায় কর্পোরাল বলে, এবং সৈনদিগকে স্বেচ্ছামত পরিচালন করিতেছি। আপনি আমাকে যায় লিখিয়াছেন যে, আমি যেখানে যাই বা যে জাতি দেখি, তৎসম্বন্ধে আপনাকে কিছু লিখি, কিন্তু তাহা করিতে হইলে আমাকে রাশি রাশি পুস্তক লিখিতে হয়। আমার অনেক ইয়ুরোপীয় বন্ধু সেই কথা বলেন অর্থাৎ আমার অভিজ্ঞতা, আমার কার্য্য, প্রভৃতি পুস্তকাকারে মুদ্রিত করিয়া প্রকাশ করিতে বলেন। বস্তুতই আমি অনেক দেখিয়াছি। আমি প্রায় সমুদায় বিজ্ঞানই আনি এবং সাতটা ভাষাও জানি। আমি ইংরাজি, ফরাসি, জর্ম্মান, স্পেনীয়, এবং পর্ত্ত‌ুগীজ এবং অল্প অল্প ইটালী, ডেনিস, ও ওলন্দাজ ভাষায় কথা কহিতে পারি, কিন্তু এই শেষোক্তগুলি আমি গণনা মধ্যে ধরি না। আমি একটা কপর্দ্দক লইয়াও বাটী হইতে আসি নাই এবং যদিও আমার তখন একটা কপর্দ্দকও ছিল না, বলিতে কি, আমি এক বস্ত্রেই বাটী হইতে বাহির হইয়াছিলাম। বরাবর আমার ঐকান্তিক বাসনা ছিল যে, মাতাঠাকুরাণিকে দর্শন করিব এবং তাঁহার শিরোদেশমণিমুক্তায় সুশোভিত করিব এবং যদি তাঁহার সহিত দেখা সাক্ষাতের সম্ভাবনা থাকিত তাহা হইলে অনেক দিন আগেই তাহা করিতাম, কারণ এক্ষণে আমার সেরূপ অবস্থাও হইয়াছে। কিন্তু স্বর্গীয় পিতার ইচ্ছা