পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশষ্ট।
২০৩

যে, অখিল ব্রহ্মাণ্ডপতি পরমেশ্বরের এই বিশাল বিচিত্র বিচিত্র বিশ্বের তাহারাই উত্তরাধিকারী, এবং এই বিশ্বাস,—এই ধ্রুব বিশ্বাসে তাহারা কোনদিকে ভ্রুক্ষেপ না করিয়া আনন্দে নৃত্যগীতাদী করিয়া দিনযাপন করে।

 এযাবৎ কোন্‌ মনস্বী ব্যক্তি কবে এই মাধুর্য্যময় সংসারের মায়ায় মুগ্ধ হইয়াছেন? বীরগণের মধ্যে প্লেটোয়া-বিজেতা পসিমিয়স্‌ হইতে জর্ম্মাণ সম্রাট্‌ উইল্‌হেম্‌ অবধি, কবি ও দার্শনিকগণের মধ্যে জেরোয়াষ্টায়্‌ প্লেটো, হোয়েস্‌ হইতে সেক্সপিয়ার্‌, সিলার, গেটী, গোল্ড্‌স্মিথ্‌ পর্য্যন্ত দেখুন, * * ইহাঁদের সকলেই মহাধীশক্তিসম্পন্ন ও সাতিশয় অতিমানী বিশুদ্ধচেতা ও সুতীক্ষ্ন কল্পনাশালী পুরুষ। * * * যাহা বলিতেছিলাম,—এই সকল ভবঘুরে পৈত্রিক সম্পত্তির লালসা রাখে না। অপর সকলে যাহা জানিতে ব্যস্ত, তজ্জন্য উৎসুকও নহে; স্ব স্ব মনোবৃত্তি অনুসরণেই সর্ব্বদা ব্যস্ত। ঊর্ব্বরা কল্পনা প্রভাবে তাহারা যেন শূন্যমার্গে উড্ডয়ন প্রয়াসী; সকল বিষয়েই, যাবতীয় রহস্য ভেদকল্পে তাহাদিগের চিন্তা, কল্পনা, কার্য্য নিয়ত নিযুক্ত। সাধারণ সামাজিক বা বৈষয়িক ব্যাপারে তাহাদিগের অণুমাত্রও আসক্তি নাই। তাহাদিগের চিত্তবৃত্তি সর্ব্বদাই ঊর্দ্ধতন রাজ্যে পরিধাবমান,—হইবারই কথা, কারণ আত্মা যে ঈশ্বরের অংশ দিব্যজ্ঞানসম্পন্ন। * * * যাহা হউক, এ সকল ঊর্দ্ধতন প্রদেশের প্রসঙ্গ যাউক।—বাবা যে আমায় কলকাতায় গিয়া তাঁহার ও আপনাদিগের সকলের সঙ্গে সাক্ষাৎ করিবার কথা বলিয়াছেন, সে সম্বন্ধে আমি একান্তই অক্ষম;—তথায় আমার বিশেষ আকর্ষণী নাই। আমি যাঁহাকে ভালবাসিতাম ও বাসি