পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০৮
লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস।

খুব দক্ষতার সহিত শিখিয়াছি এবং উহার গুহ্যতম বিষয় পর্য্যন্ত জানিয়াছি। এই শাস্ত্রকে আমি পূজা করি কিন্তু উহার পাণ্ডা বা প্রোফেসরদিগকে ঘৃণা করি কারণ তাহাদিগের হৃদয়ে উদারতার বড়ই অভাব। উদারতাবিহীন চিকিৎসক আর পক্ষহীন পরী একই পদার্থ। সকল শাস্ত্র অপেক্ষা মনোবিজ্ঞান অর্থাৎ যে শাস্ত্র সৃষ্টিকর্ত্তা ঈশ্বরকে অনুসন্ধান করে এবং যদ্দারা তাঁহাকে জানিতে পারা যায়, তাহাই মহান্ ও উচ্চ। এ সম্বন্ধে আমি কোন সমালোচনা করিব না, কারণ উহা স্মরণেও আমার হৃদয়ে ভীতির সঞ্চার হয়। এ বিষয়ে আমি কিছু কিছু পরীক্ষা করিয়াছি এবং তাহাতে কেবল আমার প্রাণে ভয় সঞ্চিত হইয়াছে।

আপনার স্নেহাধীন
সুরেশ।


তৃতীয় পত্র

রায়ো-ডি-জেনিরো,
১২ই মে, ১৮৯৩।

 পিতৃব্য মহাশয়,—বস্তুতঃ অনেক দিন হইল, আপনার নিকট হইতে কোন পত্রাদি পাই নাই, গত বৎসর আপনাকে যে একখানি পত্র লিখি, তাহাতে এখানে যে একটা বিদ্রোহ ঘটিয়াছিল, তাহার বিষয় উল্লেখ করিয়াছিলাম কিন্তু এ পর্য্যন্ত তাহার কোন উত্তর পাই নাই। সামরিক বিভাগে আমার ভাল হই-