পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশষ্ট।
২০৯

তেছে। প্রথম সার্জ্জেণ্ট পদ হইতে আমি ব্রিগেড পদে উন্নীত হইয়াছি। ইতিপূর্ব্বেই আমি একজন চিহ্নিত-কর্ম্মচারী অর্থাৎ অফিসার হইতে পারিতাম, কিন্তু আমি বিদেশী বলিয়া তৎপক্ষে কিছু ব্যাঘাত ঘটিয়াছিল। ছয় বৎসর কাল আমি এখানে আছি এবং বিশেষ সুপরিচিত হইয়াছি সুতরাং আমার পক্ষে ইহা অনেকটা সুবিধার কথা বলিয়া বিশ্বাস করি। তার পর আপনারা সকলে বোধ হয় জানেন যে, এখানে সকলে পর্তুগীজ ভাষায় কথাবার্ত্তা কয়, কাজেই আমি যখন প্রথম এখানে আসি, তখন কাহারও কথা বুঝিতে পারিতাম না কিম্বা কাহারও সহিত কথা কহিতে পারিতাম না। এক্ষণে সে ভাষা আমি শিখিয়াছি এবং যে পদে অধিষ্ঠিত আছি, তাহা অতি অল্প লোকই পাইবার উপযোগী। সাধারণতন্ত্রের প্রেসিডেণ্ট কর্ত্তৃক আমার পদোন্নতির কথা প্রচারিত হইলে আপনাকে যথাক্রমে জানাই। বিগত ছয় বৎসর যে আমি সুখ্যাতির সহিত কাজ করিয়াছি, তাহা সরকারে লিখিত আছে, এবং বিনা কারাবাসে সামরিক যশলাভ করিয়াছি। এক্ষণে রায়ো গ্রাণ্ডি ডি শিউলে যুদ্ধ বিগ্রহ উপস্থিত হইয়াছে। আমি তথায় যাইতে ইচ্ছা করিয়াছিলাম কিন্তু তথায় আমাদিগের যাইবার কোন হুকুম এখনও হয় নাই। পিতা মহাশয় আজ কাল কেমন আছেন? তিনি কি আমাকে মনে করেন। বাবাকে বলবেন যে, ঈশ্বরের ইচ্ছায় আমি ভালই আছি। আমি এক্ষণে মানুষ হইয়া উঠিয়াছি এবং সমাজে আমার মান সম্ভ্রম হইয়াছে। বদমায়েসের কাছে আমি যম, ডাকাতের কাছে ডাকা, ভদ্রলোকের নিকট ভদ্রলোক, এবং পণ্ডিতের কাছে পণ্ডিত। আমি আপনা হইতেই সম্ভ্রান্ত ভদ্র-