পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২১০
লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস।

লোক হইয়াছি, কেননা চতুর্দ্দশ বৎসর বয়ঃক্রম হইতেই কেহই আমার কোন চেষ্টা চরিত্র করেন নাই। আজ বোধ করি, আমার বত্রিশ কি চৌত্রিশ বৎসর বয়ঃক্রম হইয়াছে কিন্তু ঠিক বলিতে পারি না কত! যাহা হউক আমি বিস্মিত হইয়াছি যে, ইহার মধ্যেই আমার মস্তকের কেশ এবং মুখের গোঁপ দাড়ি পাকিয়া গিয়াছে, তা’ছাড়া মস্তকে টাকও পড়িয়াছে। সকলকে আমার কথা বলিবেন—আর আমাকে যাহারা জানে তাহাদের খবরাখবর সমেত শীঘ্রই পত্র শিখিবেন।

 আপনার স্নেহাধীন
 সুরেশ।


চতুর্থ পত্র


 রায়ো ডি-জেনিরো ১০-১ ৯৪।

 কাকা মহাশয়,—আবার আপনাকে চিঠি লিখিতে বিলম্ব হইয়া গিয়াছে, কারণ, সেই অবধি আমি রিউমাটিসম্‌ রোগে শয্যাগত হইয়া আছি। প্রায় এক বৎসর হইল আমি এই রোগে আক্রান্ত হইয়াছি। গত সপ্তাহে অধিক পরিমাণে মার্করি ও আয়োডাইড অব্‌ পটাশ সেবন করিয়া বেদনা থামিয়াছে, কিন্তু উক্ত ঔষধ সেবনে বিষ সেবনের লক্ষণ দেখা যাওয়ায় উহা বন্ধ করিয়াছি। ডাক্তারেরা বলে যে, উহা হইতে অব্যাহতি পাইতে অনেক সময় লাগিবে।