পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশষ্ট
২১৫

এমন যে মহামূল্য জীবন যুদ্ধক্ষেত্রে তাহা আমরা সহজে বিসর্জ্জন করিতে পারি। তবে যে যতটা ইহার জন্য প্রস্তুত হইতে পারে সে ততটা আপনাকে রক্ষা করিতে পারে। কিন্তু বলুন দেখি প্রকৃত সাহস কি? কোন অভিপ্সিত বস্তু লাভের জন্য অবিচলিত ও দৃঢ় প্রতিজ্ঞভাবে জীবন উৎসর্গ করাকেই সাহস কহে। শত্রুগণ যখন দূরে অবস্থান করে তখন বিবিধ বিচার, বিতর্ক, অনুমান, পরিমাণ প্রভৃতি সকলই সম্ভব, কিন্তু শত্রু নিকটস্থ হইয়া আক্রমণোদ্‌যোগী হইলে একমাত্র উপায়—সমগ্র সেনা একত্র করিয়া অগ্রসর হওয়া,—এবং যত দ্রুতগতিতে ধাবমান হইতে পারিবে, তত অধিক পরিমাণে শত্রুদিগকে আতঙ্কিত করিতে পারিবে। আপনি আমার জীবনের আরও বিশেষ বিবরণ জানিতে চাহেন। পৃথিবীর যে যে দেশে আমি গিয়াছি, সেইখান হইতেই ত আপনাকে পত্র লিখিয়াছি। আমি কি আপনাকে বলি নাই যে, সার্কাসের সহিত সিংহ পোষক বা শাবক হইয়া সমগ্র ইয়ুরোপ পরিভ্রমণ করিয়াছি এবং পিঞ্জরাবদ্ধ বন্য পশুদিগকে খেলা শিখাইয়াছি? এই সঙ্গে আমি এই পত্রের সহিত আপনার জন্য বেনস্‌ এরেস (Buenos Ayres) হইতে প্রকাশিত একখানি সংবাদপত্র পাঠাইতেছি; উহাতে আমার জীবনচরিত প্রকাশিত হইয়াছে।

আপনার স্নেহের,
সুরেশ।