পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

চতুর্দ্দশ পরিচ্ছেদ।


খ্রীষ্টধর্ম্মে দীক্ষা।

 পাঠকগণ অবগত আছেন যে, সুরেশ খৃষ্টান হইয়াছেন। যিনি বাল্যকালে এত হিন্দু ছিলেন, যিনি নীলকুঠিতে সাহেবদিগের নিকট রাত্রি যাপন করিলে জাতি যাইবে মনে করিয়াছিলেন, তিনি কিরূপে অবশেষে খৃষ্টধর্ম অবলম্বন করিলেন, এক্ষণে আমরা তাহাই বলিব।

 তাঁহার উচ্ছৃঙ্খলতা দিন দিন এত বৃদ্ধি হইতে লাগিল যে তাঁহার প্রিয় খুল্লতাত কৈলাস বাবুও তাঁহার উপর বিরক্ত হইয়া উঠিলেন, তিনিও মধ্যে মধ্যে তাঁহাকে ভর্ৎসনা করিতে আরম্ভ করিলেন। কৈলাস বাবুর অপেক্ষা গিরিশ বাবু কড়া লোক ছিলেন; তিনি পুত্রের এইরূপ চরিত্রে বিশেষ ক্রোধান্ধ হইলেন, এক দিন সুরেশকে আগাগোড়া বেত লাগাইলেন;—কিন্তু কিছুতেই কিছু হইল না। খ্রীষ্টানদিগের মধ্যে থাকিয়া সুরেশের হিন্দুধর্ম্মে একেবারেই আস্থা ছিল না। মহাবৈষ্ণব গিরিশ বাবুর চক্ষে ইহা মহা পাতক বলিয়া প্রতীত হইল; তিনি পুত্রকে ভর্ৎসনা করিয়া, প্রহার করিয়া নিরস্ত হইলেন না,—তাঁহাকে ত্যজ্য পুত্র করিবেন বলিয়া ভয় দেখাইলেন।