বিষয়বস্তুতে চলুন

পাতা:লোকরহস্য-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

NEW YEAR’S DAY

DRAMATIS PERSONÆ

রামবাবু

শ্যামবাবু

রামবাবুর স্ত্রী (পাড়াগেঁয়ে মেয়ে)

রামবাবু ও শ্যামবাবুর প্রবেশ

(রামবাবুর স্ত্রী অন্তরালে)

 শ্যামবাবু। গুড্‌ মর্ণিং রামবাবু——হা ডু ডু?

 রামবাবু। গুড্ মণিং শ্যামবাবু—হা ডু ডু?

[উভয়ে প্রগাঢ় করমর্দন]

 শ্যামবাবু। I wish you a happy new year, and many many returns of the same.

 রামবাবু। The same to you.

[শ্যামবাবুর তথাবিধ কথাবার্ত্তার জন্য অন্যত্র প্রস্থান। ও রামবাবুর অন্তঃপুর প্রবেশ]

 রামবাবুর স্ত্রী। ও কে এসেছিল?

 রামবাবু। ঐ ও বাড়ীর শ্যামবাবু।

 স্ত্রী। তা, তোমাদের হাতাহাতি হচ্ছিল কেন?

 রামবাবু। সে কি? হাতাহাতি কখন হ’লো?

 স্ত্রী। ঐ যে তুমি তার হাত ধ’রে ঝেঁক্‌রে দিলে, সে তোমার হাত ধ’রে ঝেঁক্‌রে দিলে? তোমায় লাগেনি ত?

 রাম। তাই হাতাহাতি! কি পাপ! ওকে বলে shaking hands. ওটা আদরের চিহ্ন।


 স্ত্রী। বটে! ভাগ্যে আমি তোমার আদরের পরিবার নই। তা, তোমায় লাগেনি ত?