এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
BRANSONISM
৬৯
জলধর। হাঁ। কি পাপে পড়েছি?
২রা ডিপুটি। কেন?
জলধর। সেদিনকার সেই বাদী বেটাকে কয়েদ দিয়াছিলাম বলিয়া, সাহেব বলে, গবর্ণমেণ্টে আমার নামে রিপোর্ট করিবে।
২রা ডিপুটি। তার পর?
জলধর। তার পর আর কি? প্রমোশ্যনের রিপোর্ট করিয়ে এলেম।
২রা ডিপুটি! সে কি? কি মন্ত্রে?
জলধর। মন্ত্র আর কি? দুটো মন রাখা কথা।