বিষয়বস্তুতে চলুন

পাতা:লোকরহস্য-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
BRANSONISM
৬৯

 জলধর। হাঁ। কি পাপে পড়েছি?

 ২রা ডিপুটি। কেন?

 জলধর। সেদিনকার সেই বাদী বেটাকে কয়েদ দিয়াছিলাম বলিয়া, সাহেব বলে, গবর্ণমেণ্টে আমার নামে রিপোর্ট করিবে।

 ২রা ডিপুটি। তার পর?

 জলধর। তার পর আর কি? প্রমোশ্যনের রিপোর্ট করিয়ে এলেম।

 ২রা ডিপুটি! সে কি? কি মন্ত্রে?

 জলধর। মন্ত্র আর কি? দুটো মন রাখা কথা।