পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰই সদানন্দ বলিল, অনেকদিন কাশীতে ছিলাম । তা শুনেছিলাম । তোমার পিসিমাতার কাশীপ্রাপ্তি হয়েছে তাও শুনেচি ৷ এলে কবে ? ব’স । সদানন্দ বিলক্ষণ সপ্রতিভভাবে নিকটেই স্থান গ্রহণ করিয়া উপবেশন করিল। সদানন্দ মুখবন্ধের ধার ধারে না, মিথ্যা আড়ম্বরের ঘটা তাহার ভাল লাগে না ; বসিয়াই বলিল, মহাশয়ের নিকট বিবাহের ঘটক হয়ে এসেচি । হরমোহন হাসিয়া বলিলেন, কার ? আপনার পুত্রের। বৃদ্ধ এইবার গষ্ঠীর হইলেন ! বিষয়ী লোক সাংসারিক কথাবার্তার সময় হাসিতামাসাগুলিকে অনেকদূরে বিদায় দিয়া আসেন। হরমোহনের নিকট র্তাহার পুত্রের বিবাহ-সম্বন্ধে কথাবার্তা একটা গুরুতর বৈষয়িক আলোচনার মধ্যে । এতাবৎ এবিষয়ে তাহাকে অনেক মাথা ঘামাইয়া আসিতে হইয়াছে, অনেক ঝঞ্জাট পোহাইতে হইয়াছে। র্তাহার মতে এরূপ জটিল দেনা-পাওনার চুক্তি-তর্কে রীতিমত বুদ্ধি পরিচালনা না করিতে পারিলে কিছুতেই একটা ন্যায্য মীমাংসায় আসিতে পারা যায় না, এবং পলিতযুগু, মুণ্ডিতশ্বশ্ৰ ব্যক্তি ভিন্ন যে ঘটকালীর কথা অপর কাহারও মুখেও আসিতে পারে তাহা তাহার ধারণাই ছিল না। এখন উক্তরূপ গম্ভীর বিষয়ের অবতারণা একজন বালকের মুখে শুনিয়া বৃদ্ধ কিঞ্চিং বিহ্বল হইয়া পড়িলেন। কিছু দিবস পূর্ব হইতে তিনি শুনিতে পাইতেছিলেন যে, সদানন্দ আরো একটু অধিক বিকৃত-মস্তিষ্ক হইয়াছে, এবং এখন তাহার ক্ষিপ্ততা সম্বন্ধে এরূপ অকাট্য প্রমাণ পাইয়া বিলক্ষণ রুক্ষভাবে এবং যথারীতি গম্ভীর হইয়া বলিলেন, কার বিবাহ ? সারদার ? আজে ই ৷ বৃদ্ধ অন্যমনস্কভাবে বাটীর ভিতরপানে অঙ্গুলি নিৰ্দেশপূর্বক কহিলেন, ঐদিকে বোধ হয় সারদা আছে, যাও । র্তাহার আরুতি প্রকৃতি দেখিয়া একথার অর্থ সদানন্দ বুঝিল । একটু হাসিয়া বলিল, সারদার সহিত আমার প্রয়োজন নাই, আপনার নিকটেই এসেচি । বৃদ্ধ পূৰ্ব্বোক্ত প্রকারেই জিজ্ঞাসা করিলেন, আমার নিকট ? আজ্ঞে ই ৷ কেন ? - - এই যে বললাম—আপনার পুত্রের সম্বন্ধ করতে । সারদার কি বিবাহ দেবেন না ? দেব—কিন্তু সে কথা কেন ? * প্রয়োজন না থাকলেই কি এসেচি ?

३२