পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুভদা তোমার প্রয়োজন ? আমার সহিত ? चांzछ हैं । কিন্তু তোমার সহিত সে-সব কথা হতে পারে না । সদানন্দ বুঝিল যে, জগতের এ-শ্রেণীর লোকের নিকট, মুখে একবিন্দু হাসির চিৎমাত্র থাকিলেও সাংসারিক কোনরূপ কথাবার্তা চলিতে পারে না ; মুখখানা তেলেহাড়ির মত না করিতে পারিলে, সে যে দেনা-পাওনা, টাকাকড়ির কথা একবিন্দুও বুঝিতে পারে তাহা এ সম্প্রদায়ের মন্ত্য ধারণার মধ্যেই জানিতে পারে না। তখন সদানন্দ চেষ্টা করিয়া যতখানি পারিল ততখানি গষ্ঠীর হইয়া বলিল, হতে খুব পারে। বাল্যকালে আমার পিতৃদেবের স্বৰ্গলাভ হয়েছে ; সেই অবধি আমিই র্তার সমস্ত বিষয়ে-আশয় দেখে এসেছি। সাংসারিক কথাবার্তা আমাকেই কইতে হয় ; বিবাহের সম্বন্ধ করতে এসে দেনা-পাওনা মীমাংসা করতে হয় তা জানি এবং আশা করি সে-বিষয়ে আপনিও যতটা বুঝবেন, আমিও প্রায় ততটাই বুঝব। বৃদ্ধ হরমোহনের এই প্রথম বোধ হইল যে, ইহা ঠিক পাগলের মত বলা হয় নাই । একটু বিরক্ত হইয়া বলিলেন, অবশ্ব দেনা-পাওনার মীমাংস ত একটা করাই চাই। সদানন্দ হাসি চাপিতে পারে না ; তাই আবার একটু হাসিয়া ফেলিয়া বলিল, পূৰ্ব্বেই মহাশয়কে নিবেদন করেচি যে, সে-সব আমার সহিত হলে বিশেষ ক্ষতি হবে না ; তার কোনরূপ একটা মীমাংসা করতেই এসেচি । হরমোহন একটু নরম হইলেন। বলিলেন, কার কন্যা ? কোথায় ? এই গ্রামেই। শ্ৰীযুক্ত হারাণচন্দ্র মুখোপাধ্যায়ের দ্বিতীয় কন্যা । হারাণের ? আঞ্জে ষ্ট্ৰ । সে কি দেবে ? আপনি যা চাইবেন তাই । বৃদ্ধ একটু চিন্তা করিয়া লইলেন ; তাহার পর বলিলেন, মেয়েটি দেখতে শুনতে কেমন ? আপনি তাকে দেখেচেন, কিন্তু বোধ হয় আপনার স্মরণ নাই ; যা হোক, মেয়েটি দেখতে শুনতে আমার বিবেচনায় মন্দ নয় । আপনার পুত্র তাকে দেখেচে—বিবাহ করতেও অনিচ্ছুক নয় । বৃদ্ধ এবার একটু হাসিল। বলিল, তা হলেই হ'ল। আর আমাদের গৃহস্থ পরিবারে মোমের পুতুলেরও বিশেষ প্রয়োজন নাই ; দেখতে শুনতে নিতান্ত মন্দ না হয় এবং কাজ-কৰ্ম্ম করতে পারে, এই হলেই হ’ল । সদানন্দ বলিল, তা পারবে । - Oද්