শুভদা
গোলমাল হবে ।
হবে । কিন্তু তাও অনেকদিন স্থায়ী হবে না ।
বংশ, কুল, মান, সন্ত্ৰম ?
মালতী ! একদিনের জন্তও সে-সকল ভুলতে দাও-জগতে এসে অনেক দ্রব্য পেয়েচি–কিন্তু মুখ কখন পাই নাই ; একদিনের জন্য আমাকে যথার্থ স্বর্থী হতে দাও ।
কথা শুনিয়া মালতীর ভিতর পর্য্যন্ত কঁাদিয়া উঠিল, কিন্তু তাহা চাপিল। ধীরে ধীরে বলিল, আমি তোমার নিকট চিরদিন থাকব ।
ঈশ্বর করুন তাই হোক। তুমি চিরদিন থাকবে, কিন্তু আমি পারব কি ? তুমি সংসার দেখ নাই, কিন্তু আমি দেখোঁচ। আমি জানি আমাকে বিশ্বাস নাই। যে প্রেমে তুমি চিরজীবনটা স্বচ্ছন্দে কাটিয়ে দেবে, আমি হয়ত কোনদিন তা মাঝখানে ছিন্ন করে পালিয়ে যাব । মালতী ! সময় থাকতে আমাকে বেঁধে ফেল ।
মালতী ভাল করিয়া সমস্ত শুনিল, অনেকদিনের পর আর একবার স্থির হইয়া ভাবিয়া লইল—তাহার পর অকম্পিত কণ্ঠে কহিল, বেঁধেছি, পার এ ছিন্ন করো। এর উপর আর বন্ধনের প্রয়োজন নাই ।
তোমার নাই, কিন্তু আমার আছে ।
থাকুক, কিন্তু বিবাহ হতে পারে না ।
কেন, বিধবাকে কি বিবাহ করতে নাই ?
বিধবাকে বিবাহ করতে আছে, কিন্তু বেতাকে নাই ।
স্বরেন্দ্রনাথের সহসা সমস্ত শরীর শিহরিয়া উঠিল—তুমি কি তাই ?
নয় কি ? নিজেই ভেবে দেখ দেখি ।
ছি ছি!—ও-কথা মুখে এনে না—তোমাকে কত ভালবাসি।
সেইজন্যই মুখে আনলাম ; না হলে হয়ত বিবাহ করতেও সম্মত হতাম।
মালতী !
কি ?
সব কথা খুলে বলবে ?
বলব। তুমি ভিন্ন আমার দেহ পূৰ্ব্বে কেউ কখনও স্পর্শও করে নাই, কিন্তু এক জনকে মনপ্রাণ সমস্তই মনে মনে দিয়েছিলাম ।
তারপর ?
জাত যাবার ভয়ে সে বিবাহ করলে না ।
সে মন-প্রাণ ফিরিলে নিলে কিরূপে ?
সে যেরূপে ফিরিয়ে দিল ।
পারলে ?
>>}
পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/১২১
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
