পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুভদ বাটতে প্রস্থান করিল ? বিন্দু বাটতে আসিয়া কাপড় ছাড়িয়া মাতার নিকট আসিয়া বসিল । তিনি বলিলেন, বিদু, এতক্ষণ ধরে কি জলে পড়ে থাকে মা, অস্থখ হ’ল কি হবে বল দেখি ? কি আর হবে—দু'দিন ভূগব । বিন্দুর মাতা হাসিয়া বলিলেন, সোজা কথা, এর জন্যে আর ভাবনা কি ! বিন্দু বলল, মা, হারাণ মুখুয্যেদের আবার কি হয়েছে ? কি আর হবে ? আজ ঘাটে কৃষ্ণ পিসিমার কথার ভাবে বোধ হয় তাদের নূতন কিছু একটা ঘটেচে। তুমি কিছু শোন নি ? - কিছুই না। কি বললে ? বললে যে, হারাণ মুখুয্যেদের ভগবান মাথায় পা দিয়ে, ডুবুচ্চেন, কিন্তু পোড়ারমূখো মিনসের জন্যে ত কষ্ট হয় না—কষ্ট হয় সোনার প্রতিমে বোঁটার জন্যে। এইটুকু বলে, আর কিছু বললে না। বলে, পরের কথায় আর থাকব না । ঠাকুরুণের এতদিনের পর ধৰ্ম্মজ্ঞান জন্মেচে ] মা, সত্যি তুমি কিছু জান না ? কিছু না । তবে আজ আমি দুপুরবেলা ওদের বাড়িতে যাব । কেন ? কি দুর্ঘটনা ঘটেচে জানবার জন্তে ? ई তুই কি পাগল হয়েছিল? যে কথায় উনি থাকতে চাইলেন না, সে কথাটা তুই জিজ্ঞাসা করতে যাবি ? উনি কে ? বিন্দুর মা একটু ইতস্তত: করিয়া বলিলেন, এই কৃষ্ণঠাকুরুণ । কৃষ্ণঠাকরুণ কি আদর্শ যে, উনি যা না করবেন তা অার কাউকে করতে নেই ? এসব বিষয়ে তা একরকম আদর্শ বই কি । তা হোক, আমি যাব । পরের কথায় না হয় নাই থাকলে ? আচ্ছা মা, একজন যদি ভুবতে থাকে, পরের কথায় কাজ নেই বলে তাকে আর তুলতে নেই ? তুই তো আর তুলতে যাচ্চিনে বিদু? কে ডুবচে জানলে যাব বই কি !