পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুভদ গে-বিষয়ে জার কারো সন্দেহ নাই ? কিছুমাত্র না । কিছুক্ষণ দুইজনেই চুপ করিয়া রহিলেন ; তাহার পর স্বরেন্দ্রনাথ বলিলেন, জাছ, মনে করুন, যদি এন্টাক সেই পাঠিয়ে থাকে । কে ? ললনা ? ললনা কে ? তার নাম কি ললনা ছিল ? 轨目 আমি বিশ্বত হয়েছিলাম, ললনাই বটে। ললনা, ছলনা দুই বোন—ন ? 警11 মনে করুন দেখি, যদি সে এ-টাকা পাঠিয়ে থাকে ? যে মরেছে, সে ? ই, সে-ই । গঙ্গাতীরে তার বস্ত্র পাওয়া গিয়েছিল বলেই যে সে মরেছে, তার কোন নিশ্চয়তা নাই। এখন যদি সে-ই পাঠিয়ে থাকে ? সদানন্দ বড় বিহ্বল হইল ; কিছুক্ষণ অধোবদনে ভাবিয়া বলিল, সে বেঁচে নাই ; বেঁচে থাকলে পত্র লিখত ? পত্র লিখতে যদি তার লজ্জা বোধ হয় ? আমি ললনাকে জানি । লজ্জার কাজ কখনো সে করবে না–জীবিত থেকে কখনো আত্মগোপন করবে না ? সে মরে নাই—বেঁচে আছে ; সেই-ই টাকা পাঠিয়েচে এবং প্রতি মাসে পাঠাবে। সদানন্দ আপনার কপাল টিপিয়া ধরিয়া কহিল, আপনার নাম ? স্বরেন্দ্রনাথ রায় । নিবাস ? নারায়ণপুর। আপনি হারাণবাবুর এত কথা কি করে জানলেন ? ললন বলেছে । ললন বলে কেউ নাই—লে মরেছে । মরে নাই—সে স্বখে আছে । সে স্বর্গে গিয়েছে— স্বরেন্দ্রনাথ চীৎকার করিলেন, সদানন্দবাবু, আর একটু দাড়ান— আমি যাই— - मैंॉफ़ॉन-चांद्र झूdैों कथा-- যদি কখনও দেখা হয় বলবেন, সদাদাদা তাকে অনেক অনেক আশীৰ্ব্বাদ করেছে— \రిd