পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুভদ ८ण बांब्र-इहे #कू ठंकू कब्रिब्र लांटैिद्र चांeब्रांज कबिंब्री *थाॉब्र निकरछे चांनिद्रा কহিল, তোর বাক্সের চাবি ক্ষে । গলাটা বড় মোটা, ভারী। হঠাৎ শুনিলে মনে হয় বুৰিৰ সে চেষ্টা করিয়া এরূপ মোট গলায় কথা কহিতেছে। অজা কথা কছিল না। সেজাবার সেইরূপ স্বরে লাঠিটা আর একবার সানের উপর কিয়া বলিল, চাৰি ছে, না হলে গল টিপে মেরে ফেলব । এবার শুভঙ্গ উঠিয়া বসিল, বালিসের নীচে হইতে চাবির খোলে লইয়া নিকটে ফেলিয়া দিয়া ধীরে ধীরে শাস্তভাবে বলিল, আমার বড় বাক্সের ভান দিকের খোপে পঞ্চাশ টাকার নোট আছে, তাই নিও-ব দিকে বিশ্বেশ্বরের প্রসাদ আছে, তাতে যেন হাত দিও না । যেরূপ শাস্তভাবে সে কথাগুলি বলিল, তাহাতে বোধ হয় না যে, আর তাহার তিলমাত্রও ভয় আছে । চুনকালি-মাখ পুরুষ চাবি লইয়া বড় বাক্স খুলিল, বাম দিকে মোটে হস্তনিক্ষেপ করিল না, ডান দিকের খোপ হইতে নোট লইয়া ট্যাকে গুজিয়া ফেলিল। শুভদার কথামত সে যেরূপ স্বচ্ছন্দে বাক্স খুলিল এবং ডান দিকের খোপের সন্ধান করিয়া লইল তাহাতে বোধ হয় যেন এ-সকল তাহার বিশেষ জানা-শুনা আছে। সে চলিয়া যাইবার সময় শুভদা দীর্ঘশ্বাস ফেলিল, মৃদ্ধ মৃদ্ধ কহিল, নোটে বোধ হয় নাম লেখা আছে, নম্বর দেওয়া আছে—একটু সাবধানে ভাঙিও । 303