পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পণ্ডিত মশাই করিয়া হকাটা দেয়ালে ঠেস দিয়া ডাক দিল, কুষম ! কুৰুষ তাহার ঘরের মধ্যে সিলাই করিতে বসিয়াছিল—সাড়া দিল, কেন ? বলি, রাত্তির হচ্ছে না ? রাধৰি কখন ? . কুষম তথা হইতে জবাব দিল, আজ আর রাধবে না। কেন ? তাই জিজ্ঞেস করচি । কুহুম চেঁচাইয়া বলিল, আমি একশ বার বকতে পারিনে । বোনের কথা শুনিয়া কুর দুম দুম করিয়া পা ফেলিয়া, ঘরের মধ্যে আসিয়া দাড়াইল । চেচাইয়া বলিল, জালাতন করিসনে কুসি ! আমনধারা করলে যেখানে দু'চোখ যায় চলে যাব, তাবলে দিচ্ছি। যাও—এক্ষুনি যাও । বাড়ির মধ্যে আমি হাড়ি-ডোমের মত, অমন করে হাক হাকি করতে দেব না । ইচ্ছা হয় যাও, ঐ রাস্তায় দাড়িয়ে যত পার চেচা ও গে । কুঞ্জ ভয়ানক ক্রুদ্ধ হইয়া বলিল, পোড়ারমুখী, তুই ছোট বোন হয়ে বড় ভাইকে তাড়িয়ে দিস ? কুকুম বলিল, দিই। বড়ে বলে তুমি যা ইচ্ছে তাই করবে নাকি ? বোনের মুখের পানে চাহিয়া কুঞ্জ মনে মনে একটু ভয় পাইল। গলা নরম করিয়া বলিল, কিসে যা ইচ্ছে তাই করলুম শুনি ? কেন তবে আমাকে না বলে ওখানে গিয়ে খেয়ে এলে ? কেন—তাতে দোষ কি হয়েচে ? কুস্কম তীব্রভাবে বলিল, দোষ হয়েচে ? ঢের দোষ হয়েচে । আমি মান ক’রে দিচ্চি, আর তুমি ওখানে যাবে না। কুঞ্জ বড় ভাই, কলহের সময় নতি স্বীকার করিতে তাহার লজ্জা করিল, কহিল, তুই কি বড় বোন যে আমাকে হুকুম করবি ? আমার ইচ্ছে হলেই সেখানে যাব । কুস্থম তেমনি জোর দিয়া বলিল, না, যাবে না। আমি শুনতে পেলে, ভাল হবে না, বলে দিচ্চি দাদা ! এবার কুঞ্জ যথার্থ ভয় পাইল। তথাপি মুখের সাহস বজায় রাখিয়া বলিল, যদি যাই, কি কবি তুই ? কুক্ষম সিলাই ফেলিয়া দিয়া তড়িৎবেগে উঠিয়া দাড়াইয়া চেচাইয়া উঠিল,— · আমাকে রাগিও না বলচি দাদা—যাও আমার স্বমূখ থেকে—সরে যাও বলচি । কুঞ্জ শশব্যন্তে ঘর হইতে বাহিরে গিয়া কপাটের আড়ালে দাড়াইয়া মৃদ্ধ-কণ্ঠে বলিল, তোর ভয়ে সরে যাব ? যদি না যাই, কি করতে পারিস্তুই ? কুহুম জবাব দিল না ; প্রদীপের আলোটা আরো একটু উজ্জল করিয়া দিয়া, >82