পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ

  • षं नॉरें । ७द्देछछझे उँiझांज्ञ श्रांर्थग्न दिांब्र जांशा हिल नl, अर्थछ cन कङहे नां সাধিয়াছিল। ওদিকে যখন নূতন করিয়া বিবাহের উদ্যোগ আয়োজন চলিতেছিল, তখন না জানিয়া সে মুখ ফুটিয়া নিজেকে বাড়ির বধু বলিয়া দৰ্প করিয়াছিল। যেখানে বিন্দু পরিমাণ ভালবাসা ছিল না, সেখানে সে পৰ্ব্বত-প্রমাণ অভিমান করিয়াছিল। ভগবান ! এই অসহ দুঃখের উপর কি মৰ্ম্মাস্তিক লজ্জাই না তাহার মাথায় চাপাইয়া দিলে !

তাহার বুক চিরিয়া দীর্ঘশ্বাস বাহির হইয়া আসিল—উঃ, এইজন্যই আমার স্বভাবচরিত্র সম্বন্ধে তার বিন্দুমাত্র কৌতুহল নাই! আর আমি লজ্জাহীন, তাহাতে শপথ করিতে গিয়াছিলাম !

বৃন্দাবন লোকটি সেই প্রকৃতির মানুষ, যাহারা কোন অবস্থাতেই বিচলিত হইয়া মাথা গরম করাকে অত্যস্ত লজ্জাকর ব্যাপার বলিয়া ঘৃণা করে । ইহার হাজার রাগ হইলেও সামলাইতে পারে এবং কোন কারণেই প্রতিপক্ষের রাগারাগি ইকোহাকি বা উচ্চ তর্কে যোগ দিয়া লোক জড় করিতে চাহে না । তথাপি সেদিন কুন্থমের বারংবার নিষ্ঠুর ব্যবহারে ও অন্যায় অভিযোগে উত্তেজিত ও ক্রুদ্ধ হইয়া কতকগুলো নিরর্থক রূঢ় কথা বলিয়া আসিয়া তাহার মনস্তাপের অবধি ছিল না । তাই পরদিন প্রভাতেই চরণকে আনিবার ছলে একজন দাসী, তৃত্য ও গাড়ি পাঠাইয়া দিয়া যথার্থই আশা করিয়াছিল, বুদ্ধিমতী কুহুম এ ইঙ্গিতে বুঝিতে পারিবে এবং হয়ত আসিবেও। যদি সত্যই আসে, তাহা হইলে একটা দিনের জন্যও তাহাকে লইয়া যে কি উপায় হইবে, এ দুরূহু প্রশ্নের এই বলিয়া মীমাংসা করিয়া রাখিয়াছিল —যদি আসে, তখন মা আছেন। জননীর কার্য্যকুশলতায় তাহার অগাধ বিশ্বাস ছিল। যত বড় অবস্থাসংকটই হোক, কোন-না-কোন উপায়ে তিনি সবদিক বজায় রাখিয়া যাহাতে মঙ্গল হয়, তাহা করিবেনই। এই বিশ্বাসের জোরেই মাকে একটি কথা না বলিয়াই গাড়ি পাঠাইয়া দিয়াছিল এবং আশায় আনন্দে লজ্জায় ভয়ে অধীর হইয়া পখ চাহিয়াছিল, অন্ততঃ মায়ের কাছে ক্ষমা-ভিক্ষার জন্যও আজ সে আসিবে । দুপুরবেলা গাড়ি এক চরণকে লইয়া ফিরিয়া আসিল, বৃন্দাবন চণ্ডীমণ্ডপের छिउग्न शहे८ड चांफ़ट5ां८थ ८मशिग्नीं छक श्झेब्रा ब्रश्लि । কিছুদিন হইতে তাহার পাঠশালায় পূর্বের শৃঙ্খলা ছিল না ? পণ্ডিত মশায়ের স্বাক্ষ৭ অমনোযোগে অনেক পোড়ো কামাই করিতে শুরু করিয়াছিল এবং যাহারা So e