পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ পড়িল যে, কি জৰাৰ দিবে তাহা খুজিয়া পাইল না। সংসারে কোন মানুষই যে তাহার সম্বন্ধে এত বড় অতিবাক্য উচ্চারণ করিতে পারে, ইহা তাহার স্বপ্নেরও অগোচর ছিল। বিশেষজ্ঞ এই অতি তাহারই পরম পূজনীয় শিক্ষকের মুখ দিয়া প্রথম প্রচারিত হইবার সংবাদে যথার্থই সে হতবুদ্ধি হইয়া দাড়াইয়া ब्रश्लि । * কেশব বুৰিয়া বলিল, যাক, যাতে লজ পাও, আর তা বলব না, শুধু মামার মতটা তোমাকে জানিয়ে দিলাম। এখন কাজের কথা বলি। পাঠশালা খুলেচ, শুনি মাইনে নাও না, পোড়োদের বই-টই কাপড়-চোপড় পর্য্যস্ত যোগাও—এতে আমিও রাজি ছিলাম, কিন্তু ছাত্র জোটাতে পারলাম না। বলি, এতগুলি ছেলে জোগাড় করলে কি করে বল ত তায়া ? বৃন্দাবন তাহার কথা বুঝিতে পারিল না, বিক্ষিত-মুখে চাহিয়া রহিল। কেশব হাসিয়া বলিল, খুলে বলচি–নইলে বুঝবে না। আমরা আজকাল সবাই টের পেয়েচি, যদি দেশের কোনো কাজ থাকে ত ইতয়-সাধারণের ছেলেদের শিক্ষা দেওয়া। শিক্ষা না দিয়ে আর যাই করি না কেন, নিছক পণ্ডশ্রম। অন্ততঃ আমার ত এই মত যে, লেখাপড়া শিখিয়ে দাও, তখন আপনার ভাবনা তারা আপনি ভাববে। ইঞ্জিনে স্টিম হলে তবে গাড়ি চলে, নইলে এত বড় জড় পদার্থটাকে জনকতক ভদ্রলোকে মিলে গায়ের জোরে ঠেলাঠেলি করে একচুলও নড়াতে পারবে না। স্বাক, তুমি এ-সব জানই, নইলে গাটের পয়সা খরচ করে পাঠশালা খুলতে না। আমি এইজন্য বিয়ে পর্যস্ত করিনি হে, তোমাদের মত আমাদের গায়েও লেখাপড়া শেখবার বালাই নেই, তাই প্রথম একটা পাঠশালা খুলে—শেষে একটা স্কুলে দাড় করাব মনে করি—ত আমার পাঠশালাই চলল না—ছেলে জুটল না। আমাদের গায়ের ছোটলোকগুলো এমনি শয়তান যে, কোনমতেই ছেলেদের পড়তে দিতে চায় না। নিজের মানসন্ত্রম নষ্ট করে দিন-কতক ছোটলোকদের বাড়ি বাড়ি পৰ্য্যস্ত ঘুরেছিলাম—ন, তবুও না । বৃন্দাবনের মুখ রাঙা হইয়া উঠিল। কিন্তু শান্তভাবে বলিল, ছোটলোকদের ভাগ্য ভাল যে, ভদ্রলোকের পাঠশালে ছেলে পাঠায়নি। কিন্তু তোমারও ভাই, আমাদের মত ছোটলোকদের বাড়ি বাড়ি ঘুরে মান-ইজত নষ্ট করা উচিত হয়নি। তাহার কথার খোচাটা কেশবকে সম্পূর্ণ বিধিল। সে ভারি অপ্রতিভ হইয় বলিয়া উঠিল, না হে, না—তোমাকে—তোমাদের সে কি কথা ! ছি ছি! তা জামি বলিনি, সে কথা নয়—কি জানে— । বৃন্দাবন হাসিয়া উঠিল। বলিল, আমাকে বলনি তা বিলক্ষণ জানি। কিন্তু আমার আত্মীয়-স্বজনকে বলেচ । আমরা সৰ তীতি কামার গয়ল চাৰ –ষ্ঠাত বুনি Sఫి