পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ সে কথা না বলিয়া তাচ্ছিল্যভাবে জবাব দিল, এখানে সেখানে নানা জায়গায় हिनूम । অঙ্কবারে কুষম সৰ্ব্বাগ্রে বসিবার আসন পাতিয়া দিয়াছে, এবার তাহা দিল না দেখিয়া বৃন্দাবন নিজেই বলিল, দাড়িয়ে রয়েচি, একটা বসবার জায়গা দাও । o কুষম তেমনি অবজ্ঞাভরে বলিল, কি জানি, কোথায় আসন-টাসন আছে, বলিয়া नैाप्लाइंग्रां ब्रश्लि, ७क °ां नष्क्लिल नां । বৃন্দাবন প্রস্তুত হইয়া আসিলেও এত বড় অবহেলা তাহাকে সজোরে জাম্বাত করিল। কিন্তু সেদিনের উত্তেজনাবশতঃ কলহ করিয়া ফেলার হীনতা তাহার মনে ছিল না, তাই সে কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া নমস্বরে বলিল, আমি বেণীক্ষণ তোমাকে বিরক্ত করব না। যেজন্ত এসেচি. বলি। আমাদের ওখানে ভারি ব্যারাম হচ্চে, তাই চরণকে তোমার কাছে রেখে যাব। কুষম এতদিন এখানে ছিল না বলিয়াই ব্যারাম-তারামের অর্থ বুঝিল না ; তীব্র অভিমানে প্রজ্জ্বলিত হইয়া বলিল ; ও:—তাই দয়া করে নিয়ে এসেচ ? কিন্তু অস্বর্থবিমূখ নেই কোন দেশে ? আমিই বা পরের ছেলের দায় ঘাড়ে করব কি সাহসে ? বৃন্দাবন শাস্তভাবে কহিল, আমি যে সাহসে করি, ঠিক সেই সাহসে । তাছাড়া তোমাকেই বোধ করি, ও সবচেয়ে ভালবাসে । কুম্বম কি একটা বলিতে যাইতেছিল, চরণ হাত দিয়া তাহার মুখ নিজের মুখের কাছে আনিয়া বলিল, মা, বাবা বলেচে, আমি তোমার কাছে থাকব-নাইতে যাবে न भाँ ? কুহুম প্রত্যুত্তরে বৃন্দাবনকে শুনাইরা কহিল, আমার কাছে তোমার থেকে কাজ মেই চরণ, তোমার নতুন মা এলে তার কাছে থেকে । বৃন্দাবন অতিশয় মান একটুখানি হাসিয়া কহিল, তাও শুনেচ। আচ্ছ, বলচি তা' হলে । মা এক আর পেরে উঠছে না বলেই একবার ও-কথা উঠেছিল, কিন্তু তখনি থেমে গেছে । খামল কেন ? তার বিশেষ কারণ আছে, কিন্তু সে-কথায় আর কাজ নেই।–চরণ, আয় রে, जांभब्रां याई-cवणीं वांछू८छ । চরণ অনুনয় করিয়া কহিল, বাবা, কাল যাব। বৃন্দাবন চুপ করিয়া রহিল। কুহুমও কথা না কহিয়া চরণকে কোল হইতে নামাইয়া দিল। মিনিট-দুই পরে বৃন্দাবন গভীর-স্বরে ডাক দিয়া বলিল, আর দেরি করিগনে রে, আয়, বলিয়া ধীরে ধীরে চলিয়া গেল । छद्र१ वफ़ जानाबद्र नखान श्रणe सक्रबनट्रब्र बांटमल गाणन कब्रिtउ निसिंह