পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भन्न९-नॉट्टेिडj-नई&ई দু'শ-তিনশ টাকা । শুভদার ভ্রম হইল, এত টাকা কি একসঙ্গে মাহবে চুরি করিতে পারে? আর চুরি করিলেই বা রাখিবে কোথায় ? এত টাকা বিন্দু, তিনি কখন চুরি করেন নি। না ক’রে থাকেন ভালই, কিন্তু সে-কথায় আমাদের কাজ নেই। এই টাকাটা" নন্দীদের দিয়ে খুব অমুনয়-বিনয় করলে বোধ হয় ছেড়ে দিতে পারে । কিন্তু তা কেমন করে হবে ? এত টাকা অামি পাব কোথায় ? সে-কথা আমি বলচি । বোঁ, এখন লজ্জার সময় নয় ; তুমি আমার এই বালা দুগাছা নিয়ে আজ রাত্রে নিজেই ভগবানবাবুর কাছে যাও ; তার পর যা ভাল বোবা ক’রো । শুভদা বিস্মিত হইয়া কহিল, তোমার বালা দু'গাছা ? ই, আমার বালা দু’গাছা । এর দাম তিন-চারশ টাকা হবে ; এই দিয়ে সাধ্যিসাধনা করলে দয়া করে ছেড়ে দিতেও পারেন। কিন্তু বিন্দু কিন্তু আবার কি ? আগে স্বামীকে বীচাও, তার পর কিন্তু ক’রো । এখন কি সঙ্কোচ করবার সময় বোঁ ? আর টাকা শোধ দেবারই-বা ভাবনা কি, তোর ছেলে বড় হয়ে শোধ দেবে। আজই যাব ? हैं-श्रांछझे । কার সঙ্গে যাব ? তেমন কেউ বিশ্বাসী লোক আছে কি ? কেউ না । তবে একলাই যাও ; বরং একলা যাওয়াই ভাল ; কেন না পাঁচজনে শুনলে পাঁচটা কথা বলতে পারে । उद्भव श्रांस्त्र यांझे ! - ই-আজই যাও । সন্ধ্যার পর একটা ময়লা কাপড় পরে মুখ ঢেকে যেয়ে । কাল এমন সময় আর একবার আসবো । যাইবার সময় শুভদার চক্ষু দিয়া জল পড়িতে লাগিল । বিন্দু সস্নেহে তাহা মুছইয়া দিয়া বলিল, ঈশ্বর করুন, সব যেন মঙ্গল হয়। তা না হলে অন্য উপায়ও আছে—তুই কিছু ভাবিস নে । তাহার পর অঞ্চল খুলিয়া পাচটি টাকা বাহির করিয়া শুভদার হাতে গুজিয়া দিয়া । বলিল, বৈ আমি তোর মার পেটের বোন। আমাকে কোন লজ্জা নেই, আপাততঃ এই টাকা নে—ছেলেটাকে কিছু কিনে দিস। +