পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ হেমাঙ্গিনী কেষ্টকে দেখাইয়া বলিলেন, এদের গ্রামে । कथन् ब्रिट्व ? হেমাদিনী গভীর দৃঢ়কণ্ঠে উত্তর দিলেন, ভগবান যখন ফেয়াবেন, তখনই ফিরব । তার মানে ? 鞭 হেমাঙ্গিনী পুনরায় কেষ্টকে দেখাইয়া বলিলেন, কখনও যদি কোথাও এর আশ্রয় জোটে, তবেই ত এক ফিরে আসতে পারব, না হয়, একে নিয়েই থাকতে হবে । বিপিনের মনে পড়িল, সেদিনেও স্ত্রীর এমনি মুখের ভাব দেখিয়াছিলেন এবং এমনি কণ্ঠস্বরই শুনিয়াছিলেন, যেদিন মতি কামায়ের নিঃসহায় ভাগিনেয়ের বাগানখানি বঁাচাইবার জন্য তিনি একাকী সমস্ত লোকের বিরুদ্ধে দাড়াইয়াছিলেন । মনে পড়িল, এ মেজবোঁ সে নয়, যাহাকে চোখ রাঙাইয়া টলান যায়। বিপিন নম্রস্বরে বলিলেন, মাপ কর মেজবোঁ, বাড়ি চল। & হেমাঙ্গিনী হাত জোড় করিয়া কছিলেন, আমাকে তুমি মাপ কয়—কাজ না সেরে আমি কোনমতেই বাড়ি ফিরতে পারব না । বিপিন আর এক মুহূৰ্ত্ত স্ত্রীর শান্ত দৃঢ় মুখের পানে নিঃশব্দে চাহিয়া রছিলেন, তার পর সহসা স্বমুখে ঝুকিয়া পড়িয়া কেষ্টর ডান হাতটা ধরিয়া ফেলিয়া বলিলেন, কেষ্ট, তোর মেজদিকে তুই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় ভাই ; শপথ করছি, আমি বেঁচে থাকতে তোদের দুই ভাই-বোনকে আজ থেকে কেউ পৃথক করতে পারবে না । আয় ভাই, তোর মেজদিকে নিয়ে আয় । ૨ષ્ટરે