পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথ-নির্দেশ বাড়ি । তিনি দেখতে শুনতে ভাল, বিধান, বুদ্ধিমান, বড়লোক, সেখানে তোমার কোন কষ্ট হবে না । হেম কিছুমাত্র শাস্ত না হইয়া সবেগে মুখের উপর হইতে চুল সবাইৰ দিব কহিল, সে হবে না—কিছুতেই হবে না, তোমায় আমি বলছি । আমি তোমাদের ভার-বোঝা হয়ে থাকি, আমাকে খেতে দিতে হবে না। আমি উপোল করে আমার পড়বার ঘরে পড়ে থাকব—আমি কিছু চাইব না। গুণেন্দ্ৰ হাসিবার চেষ্টা করিয়া বলিল, সেখানেও তোমার পড়বার ঘর পাবে । নী পাণ্ড, তোমার এই ঘর আমি সেখানে তুলে দিয়ে আসব। হেম সে-কথায় কর্ণপাত না করিয়া বলিল, তোমাকে কিছু করতে হবে না গুণীয়া, কিছু না । এই অজ্ঞান মাসে ? এই এক মাস পরে ? তোমার দুটি পায়ে পড়ি গুণীদ, তুমি সম্বন্ধ ভেঙে দাও । তাহার কান্না দেখিয়া গুণেন্ত্রর নিজের চোখও ভিঞ্জিয়া উঠিয়াছিল। সে কোন মতে আত্মসংবরণ করিয়া লইয়া বলিল, সে কি হয় ভাই ? সে হয় না। কথাবাৰ্ত্ত। সব পাকা হয়ে গেছে ? A器 ছাই কথাবার্তা ! ছাই পাক কথা ! তুমি সম্বন্ধ করেছ, তুমি ইচ্ছে করলে ভেঙে দিতে পার। আমি হাত জোড় করে বলছি গুণীদা, আমার এই কথাটি রাখে । স্বলোচনা সন্দিগ্ধ-চিত্তে পিছনে পিছনে উপরে উঠিয়া আসিয়াছিলেন, ঘরে ঢুকিয়া ক্রুদ্ধভাবে বলিলেন, এ-সমস্ত তোর কি হচ্ছে হেম । এ-সব কি পাগলের মত বকfচস । সম্বন্ধ কি কখনো ভাঙা যায়, না, পাক-কথার নড়চড় করা যায় ? অার ভাঙবেই বা কেন ? তোর ভাগি ভাল যে, এমন ভাই পেয়েছিল। এমন সম্বন্ধ জুটেছে –তুই বলিস কি না, ভেঙে দিতে? বাঙালী মেয়ে খ্ৰীষ্টানীর মত আইবুড়ো থুবড়ো হয়ে ধাকবি ? যা নীচে যা । হেম চলিয়া গেল, স্বলোচনা গুণেন্দ্রর দিকে চাহিয়া কহিলেন, এইসব দিন-রাত বই পড়ার ফল । চব্বিশ ঘণ্টা নভেল, নাটক, নিয়ে থাকলেই এই সমস্ত দুৰ্ম্মতি হয় । অম্লান মাসে যেমন করে হোক, ওকে বিদায় করতেই হবে । গুণেন্ত্ৰ চুপ করিয়া বসিয়া রহিল। স্বলোচনা আরো কিছুক্ষণ দাড়াইয়া থাকিয়া ধীরে ধীরে নামিয়া গেলেন । -- দুই দিন পরে জাদালত হইতে ফিরিয়া কি একটা বইয়ের জন্ত গুণেন্দ্ৰ পড়িবার ধরে ঢুকিতে যাইতেছিল, ভিতর হইতে হেম বলিয়া উঠিল, এসে না গুণন, यांगि धांऋि । ቖልዓ ©