পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আণপ্রান্ত্রে আলো S সে অনেকদিনের ঘটনা। সত্যেন্দ্র চৌধুরী জমিদারের ছেলে ; বি. এ. পাশ করিয়া বাড়ি গিয়াছিল, তাহার মা বলিলেন, মেয়েটি বড় লক্ষ্মী-বাবা কথা শোন, একবার দেখে আন্থ। । - সত্যেক্স মাথা নাড়িয়া বলিল, না মা, এখন আমি কোনমতেই পারব না। ত৷ হলে পাস হতে পারব না । - কেন পারবিনে। বৌমা থাকবেন আমার কাছে, তুই লেখাপড়া করবি কলকাতায়, পাস হতে তোর কি বাধী হবে আমি ত ভেবে পাইনে সতু । না মা, সে সুবিধে হবে না—এখন আমার সময় নেই, ইত্যাদি বলিতে বলিতে সত্য বাহির হইয়া যাইতেছিল। .* মা বলিলেন, ঘাসনে দাড়া, আরও কথা আছে। একটু থামিয়া বলিলেন, আমি কথা দিয়েছি বাবা, আমার মান রাখবিনে ? সত্য ফিরিয়া দাড়াইয়া অসন্তুষ্ট হইয়া কহিল, না জিজ্ঞাসা করে কথা দিলে কেন ? ছেলের কথা শুনিয়া মা অস্তরে ব্যথা পাইলেন ; বলিলেন, সে আমার দোষ হয়েছে, কিন্তু তোকে ত মায়ের সন্ত্ৰম বজাৱ রাখতে হবে। তা ছাড়া, বিধবার মেয়ে, বড় দুঃখী—কথা শোন সত্য, রাজি হ। আচ্ছা, পরে বলব, বলিয়া সে বাহির হইয়া গেল । या भट्टनकक्र१ ठून कब्रिश नैाफ़ोहेब ब्रश्रिणन । भै िछैiशब्र ७कयाज न४ान । गांड-श्रामॆ वर्गव्र श्ट्रेण वार्षौद्र काल श्ब्राcछ्, उभवशि विशव निtछहे नाटङ्गसগোমস্তার সাহায্যে মন্ত জমিদারী শাসন করিয়া আলিতেছেন। ছেলে কলিকাতায় - থাকিয়া কলেজে পড়ে, বিষয়-আশয়ের কোন সংবাদই তাহাকে রাখিতে হয় না। জননী মনে মনে ভাবিয়া রাখিয়াছিলেন, ছেলে ওকালতি পাস করিলে তাহার বিবাহ দিবেন এবং পুত্র-পুত্রবধুর হাতে জমিদারী এবং সংসারের সমস্ত ভারাপণ করিয়া নিশ্চিন্ত হইবেন । ইহার পূৰ্ব্বে তিনি ছেলেকে সংসারী করিয়া, তাহার উচ্চশিক্ষায় श्रवन नt । क्रूि अछङ्गनं घछिद्रां नैम्निांदेण । - স্বামীর মৃত্যুর পর এ-বাটতে এতদিন পর্য্যন্ত কোন কাজ-কৰ্ম্ম হয় নাই। সেদিন কি একটা ব্রত উপলক্ষে সমস্ত গ্রাম নিমন্ত্ৰণ করিয়াছিলেন, স্থত অতুল মুখুয্যের দরিদ্র বিধবা এগারে বছরের মেয়ে লইয়া নিমন্ত্রণ রাখিতে আসিয়াছিলেন। এই 'ee