পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আঁধারে আলো DB BB BB S BB BBBD DBB BDD BBBBS BB BBBSBBBB চাহিয়া কাছে গিয়া দাড়াইল, তিনি উৎসুক-চক্ষে চাহিয়া মৃদ্ধকণ্ঠে বলিলেন, জামায় ঝি আজ আসেনি, দয়া করে একটু যদি এগিয়ে দেন ত বড়ো ভাল হয় । অস্তদিন তিনি দাসী সঙ্গে করিয়া আসেন, আজ একা । সত্যের মনের মধ্যে দ্বিধা জাগিল, কাজটা ভাল নয় বলিয়া একবার মনেও হইল, কিন্তু সে 'না' বলিতেও পারিল না। রমণী তাহার মনের ভাব অম্বুমান করিয়া একটু হাসিলেন ! এ হাসি যাহার হাসিতে জানে, সংসারে তাহাদের অপ্রাপ্য কিছুই নাই । সত্য তৎক্ষণাৎ 'চলুন' বলিয়া উহার অনুসরণ করিল। দুই-চারি পা অগ্রসর হইরা রমণী আবার কথা কহিলেন, ঝির অমুখ, সে আসতে পারলে না, কিন্তু আমিও গঙ্গাস্নান না করে থাকতে পাক্সিনে, জাপমারও দেখচি এ বদ অভ্যাস অাছে। সত্য আস্তে আস্তে জবাব দিল, অ্যঞ্জে ই, আমিও প্রায় গঙ্গাস্বান করি । এখানে কোথায় আপনি থাকেন ? চোরবাগানে আমার বাস ! ● আমাদের বাড়ি জোড়ার্সাকোয় । আপনি আমাকে পাথুন্থেখাটায় মোড় পৰ্য্যন্ত এগিয়ে দিয়ে বড় রাস্ত হয়ে যাবেন । তাই হবে । বহুক্ষণ আৰু কোন কথাবাৰ্ত্ত হইল না । চিৎপুর রাস্তায় আসিয়া রমণী ফিরিয়া দাড়াইয়। আবার সেই হালি হাসিয়া বলিলেন, কাছেই আমাদের বাড়ি—এৰায় যেতে পারব-নমস্কায় । - - - নমস্কার, বলিয়া সত্য ঘাড় গু'জিয়ী তাড়াতাড়ি চলিয়া গেল । সেদিন সমস্ত দিম ধরিয়া তাহার বুকের মধ্যে যে কি করিতে লাগিল, সে-কথা পিথিয়া জানান অসাধ্য। যৌবনে পঞ্চশরের প্রথম পুষ্পবাণের আঘাত যাহাকে সহিতে হইয়াছে শুধু তাঁহারই মনে পড়িবে, শুধু তিনিই বুঝিবেন, সে দিন কি হইয়াছিল। সবাই বুঝিবেন না, কি উন্মাদ নেশায় মাতিলে জলে-স্থলে আকাশে-বাতাসে সব রাঙা দেখায়, সমস্ত झउछ কি ৰদিয়। চতন হারাইয়া, একখণ্ড প্রাণহীন, চুম্বন-শলাকার মত শুধু এই একদিকে ঝুকিরা পড়িবার জন্যই অনুক্ষণ উন্মুখ হইরা থাকে। . পৰ্বদিন সকালে সত্য উঠিয়া দখিল, রোদ উঠিয়াছে। একটা ব্যথার তরঙ্গ তাহার কণ্ঠ পর্বত্ত আলোড়িত কৰিয়া গড়াইয়া গেল ; সে নিশ্চি৩ বুঝিল, আজিকার দিনটা একেবারে ব্যর্থ হইয়া গিয়াছে। চাকরটা স্বমুখ দিয়া যাইতেছিল, তাহাকে ভয়ানক” va t פסי-אפש