পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ बिजलौ नझ्ना फ़किङ श्ब्रा छेfब्रा नैाज्जाहेब्रा बलिल, बॉः, ८द* ङ जाधि ! व1 चjiब DD DD DSBBB BBB BB BB BB BB BBBBBSBSS BB BBB BBB BB BS BBBB BBBB DDD DDBBBB BBD DDBSBBS বহু গুপ্ত কণ্ঠস্বর আকৃত্রিম সম্লেছ অম্লতাপে যথার্থ-ই জুড়াইয়া গেল । - - খানিক পরে দাসী একখাপ খাবার জানিয়। হাজির করিল। বিজলী নিজের হাতে লইয়া এাবার টু গাড়িয়া বলিল, মুখ তোল, খাও। এতক্ষণ সভা তাহার সমস্ত শক্তি এক করিম্বা নিজেকে সামলাইতেছিল, এইবার মুখ তুলিয়া শাস্তভাবে বলিল, আমি খাব না। কেন ? জাত যাবে ? অামি হাড়ি না মুচি ? সত্য তেমনি শাস্তকণ্ঠে বলিল, তা হলে খেতুম। আপনি যা তাই । বিজলী খিলখিল করিয়া হাসিয়া বলিল, হাবুবায়ুও ছুরি-ছোরা চালাতে জামেন দেখচি। বলিয়া লাবার হাসিল, কিন্তু তাহ শব্দমাত্র, হাদি নয়, তাই যায় কেহ সে হাসিতে যোগ দিতে পারিল না। সত্য কহিল, আমার নাম সত্য, হাবু নয়। আমি ছুরি-ছোয়া চালতে কখন শিখিনি, কিন্তু নিজের ভুল টের পেলে শোধরাতে শিখেটি । বিজলী হঠাৎ কি কথা বলিতে গেল, কিন্তু চাপিয়া লইয়া শেষে কহিল, আমার ছোয়া খাবে না ? मl । বিজুলী উঠিয়া দাড়াইল । তাহার পরিহাসের সে স্বরে এবার তীব্রতা মিশিল ; জোর দিয়া কহিল, খাবেই । এই বলচি তোমাকে, আজ না হয় কাল, না হয় দু'দিন পরে খাবেই তুমি । সত্য ঘাড় নাড়িয়া বলিল, দেখুন, ভুল সকলেরই হয় । আমার ভুল যে কড় বড়, তা সবাই টের পেয়েচে । কি আপনারও ভুল হচ্চে । আদ নয়, কাল নয়, দু'দিন পরে নয়, এ-জন্মে নয়, আগামী জন্মে নয়— কোনকালেই আপনার ছোয়া খাব না । অকুমতি করুন, আমি যাই—আপনার নিশ্বাসে আমার বুক্ত শুকিয়ে যাচ্চে । তাহার মুখের উপর গভীর ঘৃণার এমনি স্বম্পই ছায়া পড়িল যে, তাহা ঐ মাতালটার চন্থও এড়াইল না। সে মাথা নাড়িয়া কহিল, বিজলীবিধি, অরলিকেৰু বসন্ত নিবেদনম্। যেতে দাও-যেতে দাও—সকালবেলার আমোদটাই ও মাটি कटद्ध ग्निष्ठा । ৰিচলী জবাব দিল না, স্তম্ভিত হইয়া সত্য মুখপানে চাহিয়া দাড়াই ছিল । থাই তাহা ভয়ানক ভুল হইয়াছিল। সে যে কল্পনাও করে নাই, এমনি মুখচোরা শান্ত লোক এমন করিয়া বলিতে পারে। - {} +