পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুভদা ছটাে আলু, দুটাে পটল, আরো এমন কি কি বাধা ছিল। একটা পাত্ৰ আনিয়া সেগুলি খুলিয়া রাখিবার সময় শুভদা কাদিয়া ফেলিল। চাউল একরকম নহে ; তাহাতে সরু, মোটা, আতপ, সিদ্ধ সমস্তই মিশ্রিত ছিল। শুভদা বেশ বুঝিতে "পারিল, : হার স্বামী তাহাদিগের জন্য ঐগুলি স্বারে দ্বাবে ভিক্ষা করিয়া সংগ্ৰহ করিয়াছেন। সন্ধ্যার একটু পূৰ্ব্বে মাধব বলিল, বড়দিদি, আমি বোধ হয় আর তাল হতে পারব না । ললন সস্নেহে ভ্রাতার মস্তকে হাত রাখিয়া আদর করিয়া কহিল, কেন ভাই ভাল হবে না? আর দু'দিনেই তুমি সেরে উঠবে। কত দু'দিন কেটে গেল ; কই সেরে ত উঠলাম না । এববার সারবে । আচ্ছা, যদি ভাল না হই ? নিশ্চয় হবে । যদি না হই ? ললন তাহার দুর্বল ক্ষীণ হাত দুইটি আপনার হাতে লইয়া অল্প গষ্ঠীর হইয়া বলিল, ছি, ওকথা মুখে আনতে নেই। মাধব আর কথা কহিল না। চুপ করিয়া রহিল। কিছুক্ষণ পরে ললনা কহিল, কিছু খাব কি ? মাধব মাথা নাড়িয়া বলিল, না । কিছুক্ষণ পরেই ঔষধ খাওয়াইবার সময় হইল। ললনা একটা ছোট কাচের গ্লাসে একটু পাচন ঢালিয়া মাধবের মুখের কাছে আনিয়া বলিল, খাও। মাধব পূর্বের মত শিরশ্চালন করিল। ঔষধ সে কিছুতেই খাইবে না। সে এরুপ প্রায়ই করিত, তিক্ত ঔষধ বলিয়। সে কিছুতেই খাইতে চাহিত না, কিন্তু একটু জোর করিলেই খাইয়া ফেলিত । ললন বলিল, ছি, দুঃমি করে না-থাও । মাধব হস্তে গ্লাস লইয়া সমস্ত ঔষধ নীচে ফেলিয়া দিল । মাধব আর কখনও এরূপ করে নাই। ললনা বিস্থিত হইল, ক্রুদ্ধ হইল। বলিল, ও কি মধু ? st