পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰন্থ लिइन। হারাণকাক কোথায় আছেন ? শুভদা চক্ষুর জল মুছিয়া বলিল, বলতে পারি না। কখন কখন বাটীতে আসেন বটে। তিনি এখন কি করছেন ? তাও জানি না । মাধব কেমন আছে ? পূৰ্ব্বের মত। আর সকলে ? ভাল আছে । .*. * সদানন্দ উঠিতেছিল, শুভদা বলিল, তোমার ওখানে রাধবে কে ? আমি নিজে । শুভদা একটু চিন্তা করিয়া বলিল, এখানে খেলে হয় না ? হবে না কেন ? কিন্তু তার দরকার কি, রাধতে আমার কোন কষ্ট হবে না । তা হোক, তুমি এখানে খেয়ো । সদানন্দ একটু ভাবিয়া বলিল, কিন্তু আজ নয়। আজ পিসিমার তর্পণ করতে হবে । f শুভদা ভাবিল, তা হবেও বা, তাই কোন কথা আর বলিল না । সদানন্দ বাটী আসিয়া একটা ঘরের দ্বার রুদ্ধ করিয়া মৃত্তিকার উপর গুইয়া পড়িল । তখন বেলা আটটা বাজিয়াছিল, পরে যখন ভূশয্যা ত্যাগ করিয়া উঠিল তখন রাত্রি আটটা বাজিয়া গিয়াছে—জ্যোৎস্না রাত্রি ফুটফুট করিতেছে, সদানন্দ বাহিরে আসিয়া একটা বাগান পার হইয়া সারদাচরণের বাটীর পশ্চাতে একটা জানলার নিকট দাড়াইয়া বহুক্ষণ চাহিয়া রহিল, চাহিয়া চাহিয়া ডাকিল, সারদা ! সারদা গৃহে ছিল, সদানন্দর ডাক শুনিতে পাইল । জানলার নিকট আসিয়া বলিল, কে ? সদানন্দ বলিল, আমি । কে—সদানন্দ ? ई ! - কবে এলে ? কাল রাত্রে । 6ר