পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ স্থর করুণ হইয়া অস্পষ্টভাবে কোথা হইতে তাহার কর্ণে আসিয়া পশিতেছে। মালতী বিস্মিত হইল ; স্তব্ধ হইয়া শুনিতে লাগিল ঠিক সদানন্দর মত গীত গাহিতেছে। বজয়াখানা আরও একটু আগাইয়া আসিলে মালতী দেখিল ঘাটের নীচে জলে পা রাখিয়া একজন বসিয়া আছে, কিন্তু গান তখন বন্ধ হইয়াছে। লোকটি কে তাহ ঠিক চিনিতে না পারিলেও মালতী পরিষ্কার বুঝিল এ সদানন্দ ভিন্ন আর কেহ নহে; পাগল ক্ষ্যাপা লোক ভিন্ন কে আর অত রাত্রে মা গঙ্গাকে গান শুনাইতে আসিবে ? ভালিয়া চিষ্ঠিয় তাহার আর কোন সন্দেহ রহিল না । তখন মালতী পুনৰ্ব্বার কাদিতে বসিল । সদানন্দর কথা যত মনে করিতে লাগিল, তত ললনfর কথা মনে পড়তে লাগিল ; শুভদা, ছলনা, মাধব, পিলিমা আর হতভাগা হারাণ মুখুয্যে—সকলেই সদানন্দর স্মৃতি মাঝখানে রাখিয়া ঘুরিয়া ফিরিয়া জাপিতে লাগিল। অবশেপে কঁদিয়া কাদিয়া অনেক রাত্রে ঘুমাইয়া পড়িল । ঘুম ভাঙ্গিল, প্রভাক্ত হইল, ক্রমে স্বৰ্য্য উঠিয়া বেলা বাড়িতে লাগিল। মালতী কিন্তু উঠতে পারিল না । সমস্ত অঙ্গে অত্যন্ত ব্যথা ; গা গরম হইয়াছে, মাথা টন টন করিতেছে, আরো নানা উপসর্গ আসিয়া জুটিয়াছে। দাসী আসিয়া গায়ে হাত দিয়া বলিল, তোমার যে দেখচি জর হয়েচে । মালতী চুপ করিয়া রহিল। জয়াবতী আসিয়া গায়ে হাত দিল, জানাল খোলা আছে দেখিয়া একটু অন্বযোগ করিল। বলিল, এমনি করে কি জানালায় মাথা দিয়ে গুয়ে থাকে? সমস্ত রাত্রি পূবে হাওয়া লেগে গা গরম হয়েচে । মালতী মৃদুভাবে বলিল, ঘুমিয়ে পড়েছিলাম, তাই জানালা বন্ধ করা হয় নি। স্বরেক্সবাবু একথা শুনিয়া নিজে দেখিতে আসিলেন। সত্যই জর হইয়াছে। তাহার নিকট হোমিওপ্যাথিক ঔষধের বক্স ছিল । তাহ হইতে ঔষধ লইয়া দিলেন আর জয়াবতীকে বিশেষ করিয়া বলিয়া দিলেন যেন খুব সাবধানে রাখা হয় । জয়াবতী মালতীর কাছে আসিয়া বসিল । জানালা সার্শি সমস্ত বন্ধ, মালতী কিছুই দেখিতে পাইতেছিল না, এমন কি বজরা চলিতেছে কি দাড়াইয়া আছে তাহাও ঠিক বুঝিতে পাইতেছিল না। কামরায় জয়াবতী ভিন্ন আর কেহ নাই দেখিয়া মালতী বলিল, দিদি ৷ জয়াবতীকে সে দিদি বলিয়া ডাকিতে আরম্ভ করিয়াছিলআমরা কতদূর এসেছি জান ? জয়াবতী বলিল, প্রায় আট-দশ ক্রোশ হবে। মালতী তাহ জানিতে চাহে নাই, বলিল, কলকাতা আর কতদূর ? এখনো প্রায় দু’দিনের পথ । - মালতী চুপ করিয়া একটু চিন্তা করিয়া লইল । পরে বলিল, দিদি, যদি সে সময়ের মধ্যে তাল না হুই ? שף