পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বিপদে পড়লেই যে ছুটে এসে এই চকোভিমশায়ের পা-দুটো ধরে, তা কেন ? এই সেদিন সদির মা— সরি যার ভাল-মন্দের জন্তে বেহারীর কৌতুহল ছিল না, সে কথার মাঝেই বলিয়া উঠিল, কিন্তু বাই বল দেবতা, বাৰু বলতে হয় ত আমার মনিৰকে। বড়লোক কলকাতা সহরে ঢের দেখলুম, কিন্তু এমন জোয়ান, এমন বুকের পাটা ত কারু দেখলুম না। যেন হাতীকে দাত, মরকে বাত ! সেই যে সেদিন বলে দিলুম, বাৰু, আর না, বাস। ঘেন্নায় একটি দিন তার নাম পৰ্য্যন্ত মুখে আনলেন না, অথচ, কতখানিই না ভালবাসতেন--কি বলেন ঠাকুরমশাই ? চক্রবর্তী মাথা নাড়িয়া জবাব দিলেন, সেকথা ত শুরুতেই বলে দিয়েছি। এই থেকেই যত খুন-জখম, জেল, ফালি—একবার চোখাচোথি হয়ে গেলে আর রক্ষে আছে বেহারী ! বেহারী শিহরিয়া উঠিল । পাংশু মুখে সভয়ে বলিল, না না, ঠাকুরমশাই, বাৰু আমার সে ধাতের লোক নয়। কিন্তু, কোন ঠিকানায় সে আছে জান কি ? এর মধ্যে পথেস্টথে কখন— চক্রবর্তী অট্টহাসি হাসিয়া বলিলেন, মুখ্য বলে আর কাকে । সে কি বিপিনবাবুর কাছে দাসী-বৃত্তি করতে গেছে বেহারী, যে, পথে-ঘাটে দেখা হবে ? সে নিজেই এখন কত গও দাসদাসী রেখেচে দেখ গে যা ! বেহারী নিরূদ্বিগ্ন হইল। শ্বিতমুখে মাথা নাড়িয়1 বলিল, সে বটে। তাই ত মনে করলুম, যাই একবার ঠাকুরমশায়ের কাছে, দেখি তিনি কি বলেন। তাই বল দেবতা, আশীৰ্ব্বাদ কর সে রাজরাণী হোক, গাড়ি-পাস্কি চড়ে বেড়াক, দুজনের চোখাচোথি এ জন্মে আর যেন না হয়। এই বলিয়া সে মনের আনন্দে চক্ৰবৰ্ত্তীর भक्षूनि याथाञ्च जश्या बाश्द्रि श्श1भफ़िण । এবার কলকাতায় আসিয়া অবধি সতীশ বাসার বাহির হইলেই ফিরিয়া না আসা পৰ্য্যন্ত বেহারী এই ভয়ে ব্যাকুল হইয়া থাকিত, পাছে দৈবাৎ কোথাও দুজনের দেখা হইয়া যায়। সতীশ যে অত্যন্ত বদরাগী, এ সংবাদ সে বাটীর পুরাতন মাসদাসীর মুখে শুনিয়া আসিয়াছিল, এবং সাবিত্ৰী যত বড় গর্হিত কাজ করিয়াছে, তাহাতে খুনোখুনি কাটাকাটি হয় ইহাও তাহার এতটা বয়সে অবিদিত ছিল না। শুধু সাবিত্ৰী যে কোনদিন দাসদাসী লইয়া যানবাহনে চলাফেরা করিতে পারে এই गडावनाःाहे उांशद्र भाषाब कारक ना३। जाब प्रकदउँौंब ब्रषद जावागवारका cन নির্ভর হইয়া ৱাচিল। সাবিত্রীর উপরে বিষম ক্ৰোধ তাহার পড়িয়া গেল, সে নিকুবেগে পথ চলিতে চলিতে প্রতি মুহূর্তে আশা করিতে লাগিল, হয়ত মন্ত একটা Swee