পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ উপেন্দ্র জার জবাব না দিয়া চিঠি লিখিতে লাগিল। লিখিতে লিখিতে তাহার মুখের উপর ব্যথা ও বিরক্তির স্বম্পষ্ট চিহ্নগুলি যে অদূরে দাড়াইয়া সরোজিনী নিৰীক্ষণ করিয়া দেখিতেছিল, তাহা সে জানিতেও পারিল না। পত্র সমাপ্ত করিয়া তাহ খামে পুরিয়া ঠিকানা লিথিয়া উপেন্দ্র মুখ তুলিয়া চাহিল, কোচ ম্যান জালিয়া সরোজিনীকে লক্ষ্য করিয়া জানাইল, গাড়ি প্রস্তুত হইয়াছে। উপেন্দ্র জিজ্ঞাসা করিল, আপনি বেরুবেন নাকি ? সরোজিনী কহিল, ষ্টা । আমার ছোট পিয়ানোটা মেরামত করতে দিয়েচি, সেইটে একবার দেখে আসব। উপেন্দ্র খুশী হইয়া কছিল, ঠিকানা লেখা আছে, একটু কষ্ট স্বীকার করে এই চিঠিখান সহিসকে দিয়ে বাড়ির মধ্যে পাঠিয়ে দেবেন। বলিয়া উপেন্দ্র সরোজিনীর প্রসারিত হাতের উপর চিঠিখানি রাখিয়া দিল। সরোজিনী কিছুক্ষণ ধরিয়া তাহার শিরোনামের প্রতি চাহিয়া রহিল। ঐ দুই ছত্র নাম ও ঠিকানা পড়িতে এতটা সময় লাগে না। তার পরে মুখ তুলিয়া কহিল, সতীশবাবু এবার আমাদের বাড়িতে উঠলেন না কেন ? সে ত আমাদের সঙ্গে আসেনি—সতীশ বরাবরই এখানে আছে। সংবাদ শুনিয়া সরোজিনী চমকিয়া গেল। উপেন্দ্রর এ-সকল লক্ষ্য করিবার মত মনের অবস্থা ছিল না, থাকিলেও সে আশ্চৰ্য্য হুইত । সরোজিনী নিজের লজ্জা চাপা দিতে সহজভাবে বলিবার চেষ্টা করিল, তিনি কখনো এদিকে মাড়ান না-অথচ এতদিন এত কাছে রয়েচেন । উপেন্দ্র অন্তমনস্ক হইয়া আর একটা কিছু ভাবিতেছিল, কহিল, বোধ করি আপনাদের কথা তার মনে নেই। কথাটা কত সহজ, কিন্তু কি কঠিন হইয়াই আর একজনের কানে বাজিল । ভাল কথা, দিবাকর কৈ, তাকে দেখচিনে যে ? তিনি দাদার সঙ্গে হাইকোর্টে বেড়াতে গেছেন। চলুন আপনাকে সঙ্গে করে আগে ভিতরে দিয়ে আলি ; বলিয়া সরোজিনী বাড়ির ভিতর প্রবেশ করিল। ... s. - মিনিট-কুড়ি পরে ফিরিয়া আসিয়া সে যখন গাড়িতে উঠিয়া বসিল এবং আশেমত গাড়ি সতীশের বাড়ির অভিমূখে রওনা হইল, তখন ভিতরে বসিয়া সরোজিনীর বুকের ভিতরটা কঁাপিতে লাগিল এবং গাড়ি বড়ই অগ্রসর হইতে লাগিল, বংশজন ७छहे दंषन छूर्निबांद्र श्ब्रां ॐटै८७ लांगेिण । to 曾 ?क बन्न श्रेड गाणेिन, ¢ग अश्महे कि जै# संकडेई कtबई फेब्रे नरवीं So