পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छब्रिजशेन লে পুনরায় কছিল, কিন্তু সে মমতা এখন কৈ ঠাকুরপে ? একটিবারও ত মনে হয় না, এ বাড়ি-ঘর আমার থাকবে কি যাবে। থাকে থাকৃ, না থাকে যাক। ভাবি, পথের গাছতলা ত কেউ ঘুচাতে পারবে না। আমার সেই ঢের হবে। উপেন্দ্র ইহারও প্রত্যুত্তর করিল না । সদ্য-বিধবার বৈরাগ্যের এই কটি কথায় তাহার হৃদয় শ্রদ্ধায় করুণায় কানায় কানায় ভরিয়া উঠিল । কিরণময়ী কছিল, বাড়ির জন্তে নয় ঠাকুরপো, কিন্তু মায়ের সঙ্গে তীর্থে গিয়েই বা আমি কি শাস্তি পাব ? সে-সকল স্থান মাত্রেই ত বহু লোকের ভীড় শুনি । উপেন্দ্র ঘাড় মাড়িয়া কহিল, তীর্থস্থানে লোকের ভীড় ত হয়ই বৌঠান, কিন্তু আপনার আর কিছু না হোক, তীর্থ করা ত হবে । সে-ও ত একটা কাজ । জাবার কিরণময়ী উপেন্দ্রর মুখপানে চাহিয়া মুখ টিপিয়া হলিল, কিছু বলিল না। সে কেন যে হাসিল, তাহার তাৎপৰ্য্য গ্রহণ করিতে না পারিয়া উপেক্স কি যেন বলিতে যাইতেছিল, কিন্তু হঠাৎ আশ্চৰ্য্য হইয়া দেখিল, পাশের ঘর হইতে দিবাকর বাহির হুইল । 臀 তুই কি এতক্ষণ ও ঘরেই ছিলি না কি রে ? - किब्रभंवर्द्रौ कश्लि, बिाकद्र ठांबूब्रप्° झञ्च काव्र चाभांद्र वई४जि ७ দিচ্ছিলেন। আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলুম। দিবাকর কাছে আসিয়া বলিল, কত বই কি হয়েই আছে বৌদি! কিন্তু খুলে দেখলে জানা যায়, তিনি কি যত্ন করেই সমস্ত পড়েছিলেন । কিরণময়ী সায় দিয়া কহিল, সত্যিই তাই। যাকে পড়া বলে, তিনি তেমনি করেই পড়তেন । তোমার হাতে ওখানা কি বই ঠাকুরপো ? দিবাকর আলজ্জিতভাবে কহিল, আমি সংস্কৃত জানিনে, তৰু একবার পড়বার চেষ্টা করব। এখানি কঠোপনিষৎ। কিরণময়ী কছিল, এত বই থাকতে পছন্দ হলো কঠোপনিষৎ ? - দিবাকর প্রশ্নটা ঠিক বুঝিতে পারিল না। মুখপানে চাহিয়া কছিল, কেন বোঁদি, এর চেয়ে ভাল বই সংসারে আর কি আছে ? তবে আমার পক্ষে হয়ত অনধিকারচর্চ। বুর্তে পারব না। কিন্তু যথাসাধ্য চেষ্টা করা ত উচিত। * * * কিরণময়ী মৃদ্ধ হালিয়া কহিল, যা মনে করেচ ঠাকুরপো, তা নয়। অমন করে ক্টো করবার কোন মূল্য এর নেই। তবে স্থানে স্থানে মন্দ লাগে না বটে। হাতে কাঞ্চক না থাকলে আত্ম-টাস্কার নানারূপ আজগুৰি গম পড়লে সময়টা কেটে বায় এই পর্যন্ত। . . . . . . . Smmm SDtt DDDD DDDD TDDDD gggt DDG Bt S jąé